বিজ্ঞাপন

সারাবাংলার স্টুডিও উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

August 16, 2018 | 12:38 pm

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: অনলাইন নিউজ পোর্টাল সারাবাংলা ডটনেটের অত্যাধুনিক ডিজিটাল স্টুডিও উদ্বোধন করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বৃহস্পতিবার (১৬ আগস্ট) পুরানা পল্টনে সারাবাংলা কার্যালয়ে স্টুডিওটির উদ্বোধন করা হয়।

এর আগে সাড়ে ১১টার দিকে সারাবাংলা কার্যালয়ে আসেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

বিজ্ঞাপন

এ সময় গাজী গ্রুপের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক, গাজী গ্রুপের পরিচালক ও দৈনিক সারাবাংলার প্রকাশক বদরুল আলম খান, সারাবাংলা ডটনেট ও জিটিভির এডিটর ইন চিফ সৈয়দ ইশতিয়াক রেজা, সারাবাংলার নির্বাহী সম্পাদক মাহমুদ মেনন খানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

স্টুডিও উদ্বোধন অনুষ্ঠানের আগে সারাবাংলার সভা কক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে হাসানুল হক ইনু বলেন, ‘বর্তমান সরকার মুক্ত গণমাধ্যমের বিকাশে সর্বাত্মক সহযোগিতা করে আসছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছাতার তলে দেশের গণমাধ্যমের প্রসার ও বিকাশ ঘটেছে। সারাবাংলা ডটনেট সে গণমাধ্যমের নতুন সদস্য। আশা করি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সারাবাংলা গণতন্ত্রের অগ্রযাত্রাকে অব্যাহত রাখবে।’

বিজ্ঞাপন

গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজী বীরপ্রতিক বলেন, ‘আজ সারাবাংলার স্টুডিও উদ্বোধন হচ্ছে এটি খুবই আনন্দের খবর। সারাবাংলা ডটনেট সুষ্ঠু ও নিরপেক্ষ সাংবাদিকতায়ে বিশ্বাসী। আমাদের লক্ষ্য প্রকৃত সত্য তুলে ধরা, প্রতিষ্ঠার পর থেকে সারাবাংলা এই প্রয়াস অব্যাহত রেখেছে এবং সবসময়ই তা বজায় রাখবে।’

নিরাপদ সড়কের দাবিতে ছাত্র আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, ‘শিশুরা চোখে আঙুল দিয়ে আমাদের অসঙ্গতি দেখিয়ে দিয়েছে। তারা আমাদের ভুল ধরিয়ে দিয়েছে। কোমলমতি শিশুদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। এবং সরকারও এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিয়েছে।’

বিজ্ঞাপন

গাজী গ্রুপের পরিচালক ও দৈনিক সারাবাংলার প্রকাশক বদরুল আলম খান বলেন, গণমাধ্যম জগতে সারবাংলা নতুন হলেও শুরু থেকেই আমরা পরিণত সাংবাদিকতা করার চেষ্টা করছি। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার লক্ষ্য থেকে সারাবাংলা কখনো বিচ্যুত হবে হবেনা।

সারাবাংলা ডটনেটের এডিটর ইন চিফ সৈয়দ ইশতিয়াক রেজা বলেন, ‘গণমাধ্যম জগতে সারাবাংলার জন্ম খুব বেশি দিনের নয়। কিন্তু লক্ষ্যণীয় বিষয় হলো জন্মলগ্ন থেকে সারাবাংলা শুদ্ধতার সঙ্গে সাংবাদিকতা করছে। ভবিষ্যতেও সারাবাংলা এ ধারা অব্যাহত রাখবে।’

অনুষ্ঠানে সারাবাংলার নির্বাহী সম্পাদক মাহমুদ মেনন খান বলেন, ‘সারাবাংলা কেবল একটি অনলাইন নিউজ পোর্টাল নয়, এটি ডিজিটাল সাংবাদিকতা চর্চারও প্রয়াস। এক রাশ স্বপ্ন নিয়ে আমাদের পথচলা শুরু। আমাদের লক্ষ্য বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সংবাদের অন্তরালের প্রকৃত সত্য পাঠকের সামনে তুলে ধরা। সারাবাংলার ওপর পাঠকের আস্থা ও বিশ্বাস আমাদের একমাত্র সম্বল ও সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা।’

তিনি আরও বলেন, ‘গণমাধ্যমের জগতে সারাবাংলার যে অবস্থান তৈরি করে নিয়েছে তা আমার একক কৃতিত্ব নয়, এই কৃতিত্ব আমার পুরো টিমের। আমাদের একটি প্রতিশ্রুতিশীল সংবাদ টিম রয়েছে, তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আজকের এই শুভক্ষণে আমি আমার টিমকে ধন্যবাদ জানাচ্ছি।’

স্টুডিও উদ্বোধন শেষে সারাবাংলার এডিটর ইন চিফ সৈয়দ ইশতিয়াক রেজার সঙ্গে একটি আড্ডা অনুষ্ঠানে অংশ নেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

সারাবাংলা /এমএস/একে/পিএম

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন