বিজ্ঞাপন

শিমুল থেকে হয়ে গেলেন সুমাইয়া শিমু

August 16, 2018 | 6:55 pm

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

অভিনয় জীবনের ২০ বছর পূর্ণ করলেন জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু। অরণ্য আনোয়ার পরিচালিত ‘এখানে আতর পাওয়া যায়’ নাটকের মাধ্যমে মডেল শিমুর নাটকে পথ চলা শুরু। ১৯৯৮ সালে নির্মিত ঐ নাটকটি প্রচার হয়েছিল ১৯৯৯ সালে।

শিমু জানান, অভিনয়ের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন তিনি। তবে প্রথম আবং মর্মান্তিক ত্যাগ ছিল তার  নাম থেকে ‘ল’ বিয়োগ করা। শিমুর পুরো নাম সুমাইয়া রহমান শিমুল। কিন্তু মডেল ও অভিনেতা মনির খান শিমুল নব্বই দশকের শেষ দিকে নিয়মিত কাজ করতেন বলে বেশ ক’জন নির্মাতার পরামর্শ অনুযায়ী নিজের নাম থেকে ‘ল’ চিরতরে বাদ দিয়ে দেন জনপ্রিয় তারকা সুমাইয়া শিমু।

বিজ্ঞাপন

সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের নিয়মিত আয়োজন ‘রাঙা সকাল’ অনুষ্ঠানে এসব কথা বলেন শিমু। এই অভিনেত্রী তার ২০ বছরের অভিনয় জীবনের স্মৃতি রোমন্থন করে বলেন, ‘প্রথম অভিনয় করার আগে আমি ভীষণ নার্ভাস ছিলাম। তবে তা ক্যামেরায় ধরা পড়েনি। ডলি (জহুর) আন্টি বলেছিলেন, মেয়েটা তো একদম পুতুলের মত। আসলে আমাকে সবাই পুতুল বলেছিলেন, কারণ আমি শট শেষ হবার পরও দাঁড়িয়ে সংলাপ বলতেই থাকতাম।’

২০১৭ সালে আন্তর্জাতিক সংস্থা ‘রিলিফ ইন্টারন্যাশনাল’-এর শুভেচ্ছা দূত নির্বাচিত হন শিমু। এই সংস্থার হয়ে এখন সমাজের বিভিন্ন কর্মকাণ্ডে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। সেই সঙ্গে অভিনয়ও করছেন নিয়মিত। শিমু বলেন, ‘অনেকে ভাবেন আমি বিয়ের পর দেশের বাইরে স্থায়ী হয়েছি। তথ্যটি ভুল। কারণ আমি দেশেই আছি। নিয়মিত অভিনয় করছি।’

অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের চতুর্থ দিন সকাল ৭টায় মাছরাঙা টেলিভিশনে।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিএ

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন