বিজ্ঞাপন

রাসায়নিকের ড্রামে ৫০ হাজার ইয়াবা, পাচারকারী আটক

August 18, 2018 | 9:54 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে একটি ভ্যানগাড়িতে তল্লাশি করে পাঁচটি ছোট ড্রামে রাখা ৫০ হাজার ইয়াবা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় নূর মোহাম্মদ (২০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১৮ আগস্ট) রাতে নগরীর নিউমার্কেট এলাকায় ভ্যানগাড়িটিতে তল্লাশি চালানো হয়।

গ্রেফতার হওয়া নূর মোহাম্মদ কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

বিজ্ঞাপন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক (মেট্রো) শামীম আহমেদ সারাবাংলাকে জানান, কক্সবাজার থেকে বাসে করে ড্রামগুলো নিয়ে চট্টগ্রাম নগরীতে আসেন নুর মোহাম্মদ। শাহ আমানত সেতুর গোলচত্বর এলাকায় এসে ভ্যান ভাড়া করে। এরপর ড্রামগুলো নিয়ে যাওয়া হচ্ছিল স্টেশন রোডে।

নিউমার্কেট এলাকায় আসার পর গোপন সংবাদের ভিত্তিতে ভ্যানটিতে তল্লাশি চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।

শামীম আহমেদ বলেন, বিভিন্ন রাসায়নিক পদার্থ কিংবা জ্বালানি তেল বহনকারী ছোট ড্রামগুলো ইয়াবা বহনে ব্যবহার করা হচ্ছিল। স্বাভাবিকভাবে দেখে মনে হবে জালানি কিংবা রাসায়নিক পদার্থ পরিবহন করা হচ্ছে। তল্লাশির মুখে যাতে না পড়ে সে জন্য তারা এই কৌশল নিয়েছিল।

বিজ্ঞাপন

নূর মোহাম্মদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

সারাবাংলা/আরডি/এমআই

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন