বিজ্ঞাপন

সদরঘাটে মানুষের স্রোত

August 21, 2018 | 6:29 pm

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: আজই ঈদ যাত্রার শেষ দিন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাস, ট্রেন, লঞ্চ টার্মিনালগুলোতে ভিড় বাড়ছে ঘরমুখী মানুষের। আর ফাঁকা হচ্ছে ঢাকা। শেষ বিকালে ঘরমুখী দক্ষিণাঞ্চলের মানুষ ভিড় করছেন সদরঘাট লঞ্চ টার্মিনালে। দক্ষিণাঞ্চলের মানুষ স্বাচ্ছন্দ্যে বাড়ি ফেরার জন্য বেশির ভাগই এই নৌপথকে বেছে নেন।

মঙ্গলবার (২১ আগস্ট) বিকালে ঈদের শেষ দিনেও সকাল থেকেই সদরঘাটে অবস্থান নেন হাজার হাজার লঞ্চযাত্রী। বিশেষ করে যারা কেবিন বুকিং দিতে পারেননি, তারা আগে থেকেই লঞ্চের ডেকে চাদর বিছানোর জায়গা খুঁজছেন।

বরিশালের লঞ্চ যাত্রী সোহেল রানা বলেন, ‘আজ অফিস থেকে ছুটি পেয়েছি। তাই কোনো রকম একটু লঞ্চ উঠতে পারলেই বাসায় পৌঁছায় যাবো।’ ঈদ সামনে রেখে নরমাল টিকিটে ৫০ টাকা বেশি নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

বিজ্ঞাপন

বিআইডব্লিউটিএ’র অভ্যন্তরীণ নৌ পরিবহনের (বন্দর) এ কে এম আরিফ উদ্দিন সারাবাংলাকে বলেন, ‘এবারের ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তার স্বার্থে কয়েকটি স্তরে নিরাপত্তা রাখা হয়েছে। এখন পর্যন্ত ৮০টির বেশি লঞ্চ ছাড়ছে সদর ঘাট নৌ বন্দর থেকে। আশা করছি আরও ১০০/১৫০ উপরে লঞ্চ ছেড়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘যাত্রীদের ভোগান্তি যেন না হয় সেটা বিষয়ে বিশেষ নজর দেওয়া হচ্ছে। এছাড়াও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), কোস্টগার্ড, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), আনসার বাহিনী, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নিজস্ব ডুবুরি দল, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এবং নৌ-নিরাপত্তার ক্যাডেট দল কাজ করছে।’

তিনি আরও বলেন, ‘কোনো লঞ্চ অতিরিক্ত যাত্রী পরিবহন করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। অন্যান্য টার্মিনালের চেয়ে সদরঘাটে নৌ পথে ভিড় একটু বেশি হয়। লঞ্চঘাটের দিকে জনস্রোত নিয়ন্ত্রণে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এআই/এমও

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন