বিজ্ঞাপন

নয়াপল্টনে চলছে বিএনপির সমাবেশ

September 1, 2018 | 2:07 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।। 

বিজ্ঞাপন

ঢাকা: ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে চলছে বিএনপির সমাবেশ। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিতে দুপুর ২টায় এ সমাবেশ শুরু হয়।

শনিবার (১ আগস্ট) সমাবেশ শুরুর ৩ ঘণ্টা আগেই সকাল ১১টা থেকে নয়াপল্টন কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন ঢাকা ও আশেপাশের বিভিন্ন এলাকা থেকে আসা বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা। নেতাকর্মীদের ভিড়ে বেলা সাড়ে ১১টার মধ্যে নয়াপল্টন কার্যালয়ের সামনের সড়কের একপাশ বন্ধ হয়ে যায়। দুপুর দেড়টার পর সড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিজ্ঞাপন

বিএনপির নেতাকর্মীরা সমাবেশস্থলে খালেদা জিয়ার মুক্তি এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে থেমে থেমে স্লোগান দিচ্ছেন। তাদের হাতে রয়েছে প্লেকার্ড, পোস্টার, ফেস্টুন, হেডার, ধানের শীষের রেপ্লিকা, গ্রেফতার, আহত ও নিহত নেতাকর্মীদের ছবি সংবলিত পোস্টার-ব্যানার।

এদিকে পুলিশের বেঁধে দেওয়া শর্ত অনুযায়ী ফকিরেরপুল মোড় থেকে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত মাইক লাগিয়েছে বিএনপি। এ জায়গার মধ্যেই সমাবেশের কার্যক্রম সীমাবদ্ধ রাখার বাধ্যবাধকতা রয়েছে বিএনপির।

তবে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতির কারণে বেঁধে দেওয়া জায়গা এবং সময়ের মধ্যে সীমাবদ্ধ থাকছে না বিএনপির সমাবেশ। হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতির ফলে এরইমধ্যে ডিএমপির দেওয়া বেশিরভাগ শর্ত ভেঙেছে বিএনপি।

বিজ্ঞাপন

সমাবেশ উপলক্ষে আশেপাশের এলাকায় দায়িত্ব পালন করছেন পুলিশের বিপুল সংখ্যক সদস্য। যে কোনো পরিস্থিতি সামাল দিতে তারা প্রস্তুত। প্রস্তুত রয়েছে জলকামান, প্রিজন ভ্যান,  এপিসিসহ পুলিশের অন্যান্য লজিস্টিক ট্যুলস অ্যান্ড ইকুইপমেন্ট।

প্রতিষ্ঠাবার্ষিকীর এই সমাবেশে এরই মধ্যে হাজির হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ড. মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস-চেয়ারম্যান রুহুল আলম চৌধুরী, আলতাফ হোসেন চৌধুরী, শামসুজ্জামান দুদু, ডা: এ জেড এম  জাহিদ হোসেন, আহমেদ আযম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব, তৈয়মুর আলম খন্দকার, ফরহাদ হালীম ডোনার, যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন, খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান মো. সালাউদ্দীন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, সহ-সভাপতি নবী উল্লাহ নবী, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হেলেন জেরীন খান, যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোর্তাজুল করিম বাদরু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, সহ-সভাপতি গোলাম সরোয়ার,মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, সাধারণ সম্পাদক সাদেক খান, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনসহ অন্যরা।

সারাবাংলা/এজেড/একে

বিজ্ঞাপন

Tags: , , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন