বিজ্ঞাপন

দুবাইয়ে অর্থ পাচার: ফালুসহ ৯ জনকে দুদকে তলব

September 3, 2018 | 8:47 pm

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: দুবাইয়ে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে বিএনপি নেতা মোসাদ্দেক আলী ফালুসহ ৯ ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ৫ সেপ্টেম্বর তাদের দুদকে হাজির থাকতে বলা হয়েছে।

সোমবার (৩ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়। সংস্থাটির পরিচালক সৈয়দ ইকবাল হোসেন সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করছেন।

ফালু ছাড়াও যাদের দুদকে হাজির থাকতে বলা হয়েছে তারা হলেন- আরএকে পেইন্টসের পরিচালক শায়লিন জামান আকবর ও কামার উজ্জামান, রোজা প্রোপার্টিজের পরিচালক আশফাক উদ্দিন আহমেদ, আরএকে কনজ্যুমার প্রোডাক্টসের পরিচালক মো. আমির হোসাইন ও এম এ মালেক, আরএকে পাওয়ার লিমিটেডের পরিচালক মো. মাকসুদুল ইসলাম, আরএকে সিরামিকসের স্বতন্ত্র পরিচালক ফাহিমুল হক এবং স্টার সিরামিকসের পরিচালক প্রতিমা সরকার।

বিজ্ঞাপন

এর আগে, মোসাদ্দেক আলী ফালুকে গত ১৪ আগস্ট তলব করা হলে তিনি তার প্রতিষ্ঠানের মাধ্যমে সময়ের আবেদন করেন। ওই আবেদনের প্রেক্ষিতে নতুন সময় দিয়েছে দুদক। তাদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ৮০ লাখ মার্কিন ডলারের সম পরিমাণ অর্থ দুবাইয়ে পাচারের অভিযোগ রয়েছে।

সারাবাংলা/ইএইচটি/এমও

বিজ্ঞাপন

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন