বিজ্ঞাপন

জাবি গবেষণাগারে ২০০ প্রজাতির কীটপতঙ্গের ডিএনএ বারকোডিং সম্পন্ন

September 5, 2018 | 6:18 pm

।। ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রাণিবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখার আয়োজনে ডিএনএ বারকোডিং বিষয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। বুধবার শুরু হওয়া কর্মশালা শেষ হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার।

বুধবার (৫ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠিত হয়। কর্মশালায় মূলবক্তব্য উপস্থাপন করেন ভারতের মিজোরাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এন শেনতিল কুমার।

অনুষ্ঠানে অধ্যাপক ড. এন শেনতিল কুমার বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এ ধরণের গবেষণা দেশকে এগিয়ে নিতে আরও বেশি সাহায্য করবে।

বিজ্ঞাপন

প্রকল্পের উপব্যবস্থাপক অধ্যাপক মো. মনোয়ার হোসেন বলেন, প্রাণিবিদ্যা বিভাগের ডিএনএ ল্যাবরেটরিতে প্রায় ২০০ প্রজাতির কীটপতঙ্গের ডিএনএ বারকোডিং করা হয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে এসব কীটপতঙ্গ সংগ্রহ করা হয়েছে। এ ছাড়া ল্যারেটরিতে বিলুপ্তপ্রায় নানা প্রজাতির কীটপতঙ্গ সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আব্দুল জব্বার হাওলাদার, প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক মো. গোলাম মোস্তফাসহ অনেকে। কর্মশালায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ৭০ জন শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করছেন।

সারাবাংলা/এমআই

বিজ্ঞাপন

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন