বিজ্ঞাপন

খুন-ধর্ষণের অভিযোগে দক্ষিণ সুদানের ১০ সেনাসদস্যের কারাদণ্ড

September 6, 2018 | 4:17 pm

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

বিজ্ঞাপন

বিদেশী পাঁচ সাহায্যকর্মীকে ধর্ষণ ও স্থানীয় সাংবাদিককে হত্যার ঘটনায় দক্ষিণ সুদানের একটি সামরিক আদালত ১০ সেনাসদস্যকে দোষী সাব্যস্ত করেছে। তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। ২০১৬ সালে দক্ষিণ সুদানের রাজধানী জুবার একটি হোটেলে সরকার ও বিদ্রোহীদের বিশৃঙ্খলার মধ্যে ওই অপরাধ সংগঠিত হয়। অভিযোগ রয়েছে, জাতিসংঘের শান্তিরক্ষী সদস্যরা ঘটনার খুব কাছে থেকেও কোন ভূমিকা রাখতে ব্যর্থ হন। খবর বিবিসি।

দ্য ট্রিবিউন জানায়, বদ্ধ একটি সামরিক কোর্টে বিভিন্ন দেশের কূটনৈতিক, সাহায্যকর্মী ও কর্মকর্তাদের উপস্থিতিতে বৃহস্পতিবার(৬ সেপ্টেম্বর) এই বিচারের রায় দেওয়া হয়। স্থানীয় সাংবাদিক হত্যার অভিযোগে দুই সেনা সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ধর্ষণের অভিযোগে তিন সেনাসদস্য, যৌন নিপীড়নের অভিযোগে চার সেনাসদস্য এবং চুরি ও ডাকাতির অভিযোগে বাকি একজন সেনাসদস্যকে দোষী সাব্যস্ত করে আদালত। তাদেরকে বিভিন্ন মেয়াদে সাত থেকে চৌদ্দ বছরের জেল দেওয়া হয়েছে। রায়ে অভিযুক্তদের মধ্যে একজনকে খালাস দেওয়া হয়, অন্যজন মামলা চলাকালীন সময়ে স্বাভাবিক মৃত্যুবরণ করেন।

দক্ষিণ সুদানে সেসময় তিন দিনের সহিংসতায় দুইজন জাতিসংঘের শান্তিরক্ষী সদস্যসহ মোট ৭০ জন নিহত হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএইচ

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন