বিজ্ঞাপন

ইরাকে কুর্দিদের ওপর রকেট হামলায় নিহত ১১

September 9, 2018 | 1:36 pm

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

বিজ্ঞাপন

উত্তর ইরাকের কোয়া শহরে কুর্দিস্তান ডেমোক্রেটিক পার্টি অব ইরান (কেডিপিআই) এবং দ্য ডেমোক্রেটিক পার্টি অব ইরানিয়ান কুর্দিস্তান (পিডিকেআই) এর রাজনৈতিক ক্যাম্পে রকেট হামলায় ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন। খবর আল-জাজিরা।

শনিবারের (৮সেপ্টেম্বর)  এই হামলার জন্য পিডিকেআই  ইরানকে দায়ী করেছে। দলটি টুইটার বার্তায় হামলার কিছু ছবি ও ভিডিও প্রকাশ করে বলা হয়, সন্ত্রাসী ইরান পিডিকেআই এর বেজ ক্যাম্প ও পার্শ্ববর্তী শরণার্থী শিবিরে দীর্ঘ পাল্লার রকেট হামলা চালিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন ছবিতে আক্রান্ত এলাকায় ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।

তবে ইরান অথবা দেশটির রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে এখনো এ হামলা সংক্রান্ত কোন মন্তব্য করা হয়নি।

বিজ্ঞাপন

ইরানের মোট জনসংখ্যার ১০ শতাংশ কুর্দি। পার্শ্ববর্তী দেশ ইরাকে নির্বাসনে যাওয়া বিদ্রোহী কেডিপিআই ও পিডিকেআই ইরানে কুর্দিদের শাসন ক্ষমতা চায়। কুর্দিদের বেশিরভাগই ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের ইরাক ও তুরস্ক বর্ডারের কাছাকাছি বসবাস করে। নব্বইয়ের দশকে মাঝামাঝি সময় পর্যন্ত কুর্দিরা ইরানে সশস্ত্র বিদ্রোহ চালালেও ১৯৯৬ সালে তারা একপাক্ষিক যুদ্ধ বিরতি ঘোষণা করে।

সারাবাংলা/এনএইচ

বিজ্ঞাপন

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন