বিজ্ঞাপন

‘খালেদার সুবিধার্থেই কারাগারে কোর্ট স্থানান্তর করা হয়েছে’

September 9, 2018 | 1:59 pm

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

ঢাকা: বঙ্গবন্ধু মেডিক্যালে খালেদা জিয়ার চিকিৎসা জেল কর্তৃপক্ষের বিষয়। খালেদা জিয়ার বিচার আদালতের এখতিয়ার। আমার কথা বা অন্য এক জনের কথায় তো বিচার বন্ধ হবে না। বিএনপি নেত্রী নিজেই বলেছেন, তিনি হাঁটাচলা করতে পারেন না। তার সুবিধার জন্যই কেন্দ্রীয় কারাগারে কোর্ট স্থানান্তর করা হয়েছে।

রোববার (৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশনে (কেআইবি) ‘এমারজিং ফুড সিস্টেম : ভ্যালু এডিশন সাপ্লাই চেইন এন্ড ফুড সেফটি’ শীর্ষক এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এ কথা বলেন।

বিচারের নামে সরকার খালেদাকে হত্যা করতে চায় বিএনপির এমন মন্তব্য প্রসঙ্গে বাণিজমন্ত্রী আরও বলেন, হত্যা করার অভিজ্ঞতা বিএনপির আছে। হাওয়া ভবন থেকে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছে। বিনা বিচারে শত শত সেনা সদস্যকে হত্যা করেছিল জিয়াউর রহমান।

বিজ্ঞাপন

খালেদার বিচার নিয়ে নির্বাচনের আগে বিএনপি ইস্যু সৃষ্টি করতে চায় জানিয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, নির্বাচনের আগে বিএনপি গোলযোগ সৃষ্টি করতে চায়। কিন্তু এসব করে লাভ হবে না। কমিশনের ঘোষিত সময় অনুযায়ীই নির্বাচন হবে। অতীতে জ্বালাও পোড়াও করে নির্বাচন প্রতিহত করা যায়নি, এবারও তা হবে না। বরং বিএনপির উচিত হবে নির্বাচনের প্রস্তুতি নেয়া।

বাণিজ্যমন্ত্রী আরো বলেন, বন্যার কারণে গত বছর খাদ্য আমদানি করতে হয়েছিল। এ বছর ভালো ফলন হয়েছে। খাদ্যে আবারও স্বয়ংসম্পূর্ণ হয়েছে বাংলাদেশ। কৃষক ও ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ বছর আবারো চাল আমদানিতে ২৮ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। তোফায়েল বলেন, শেখ হাসিনা বলেছেন গ্রামকে শহর করে দেবো। গ্রামগুলো কিন্তু শহর হয়ে গেছে। গ্রামের রাস্তাঘাটের চেহারা বদলে গেছে। অলিগলিতে এখন পাকা রাস্তা।

ভারত ও পাকিস্তানের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘তাদের চেয়ে সব সূচকে আমরা এগিয়ে আছি। দুটি দেশের চেয়েই শিশু মৃত্যুর হার, নারী মৃত্যুর হার আমাদের দেশে কম।’

বিজ্ঞাপন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আলী আকবরের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি।

সারাবাংলা/ইএইচটি/জেএএম

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন