বিজ্ঞাপন

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিএনপি প্রতিনিধিদল

September 9, 2018 | 3:10 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির সাত সদস্যের একটি প্রতিনিধি দল।

রোববার (৯ সেপ্টেম্বর) বিকেল ৩টার কিছুক্ষণ আগে সচিবালয়ে যান প্রতিনিধি দলের সদস্যরা।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে এই  প্রতিনিধি দলে আরও রয়েছেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যরিস্টার জমিরুদ্দিন সরকার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ড. মঈন খান, মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খান।

বিজ্ঞাপন

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও কারা কর্তৃপক্ষের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত রয়েছেন।

এর আগে বিএনপির একটি সূত্র জানায়, বৈঠকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, চিকিৎসাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

এর আগে শুক্রবার (৭ সেপ্টেম্বর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি দেওয়ার কথা বলেছিলেন মির্জা ফখরুল। ওই সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার কোনো চিকিৎসা হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।

বিজ্ঞাপন

এদিকে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে রোববার সন্ধ্যায় বৈঠক ডেকেছে বিএনপি নেতৃত্বধীন ২০ দলীয় জোট। সন্ধ্যা ৭টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে জোটের শীর্ষ নেতাদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

সারাবাংলা/এইচএ/এসএমএন

 

বিজ্ঞাপন

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন