বিজ্ঞাপন

থারাঙ্গাকে সরিয়ে পেরেরাকে অধিনায়ক ঘোষণা

November 29, 2017 | 11:05 am

সারাবাংলা ডেস্ক
উপুল থারাঙ্গার অধিনায়কত্বে লঙ্কানরা হারের বৃত্ত থেকে বের হতে পারছে না। এমতাবস্থায় দলের থিসারা পেরেরাকে অন্তর্ভূক্তি করলো শ্রীলঙ্কা। শুধু তাই নয়, বিপিএলে দুর্দান্ত পারফর্মেন্স দেখানো প্যারেরাকে অধিকায়ত্বের দায়িত্বে দিয়ে দিল এলএসসি।

বিজ্ঞাপন

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ খেলবে সফরকারী শ্রীলঙ্কা। সীমিত ওভারের সিরিজেই দলের নেতৃত্ব দিবেন এই অলরাউন্ডার।

দলের প্রবীণ তারকাদের বিদায়ের পর অনেকটা তরুণ দল হয়ে পড়ে লঙ্কানরা। এরপর কোনও অধিনায়কের নেতৃত্বে সাফল্য ধরা দিচ্ছে না। দক্ষিণ আফ্রিকা, ভারত ও পাকিস্তানের কাছে ভরাডুবির লজ্জ্বা পেতে হয়েছে। সেই সাথে অ্যঞ্জেলো ম্যাথুস আর উপুল থারাঙ্গাকে নেতৃত্ব দিয়ে দলের অবস্থার পরিবর্তন ঘটেনি।

তাই বিপিএলের এই আসরে রংপুর রাইডার্সের হয়ে দুর্দান্ত পারফর্মেন্স করা থিসারা পেরেরার কাঁধেই বিশ্বাস রাখতে চায় বোর্ডের কর্মকর্তারা। তাই ভারতের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে নেতৃত্বে দেখা যাবে পেরেরাকে।

বিজ্ঞাপন

২০১৯ বিশ্বকাপের আগে নিজেদের আবার শক্তিশালী দল হিসেবে গড়ার লক্ষ্যেই থিসারা পেরেরাকে নেতৃত্বে চায় শ্রীলঙ্কা।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন