বিজ্ঞাপন

ছাগলের লোভে লোকালয়ে ১২ ফুট লম্বা অজগর

September 12, 2018 | 8:32 pm

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

মৌলভীবাজার : ছাগল খাওয়ার লোভে লোকালয়ে গিয়ে মৌলভীবাজারে ধরা পড়েছে ২০ কেজি ওজনের একটি অজগর সাপ।

বুধবার (১২ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ৩ টার দিকে শ্রীমঙ্গলের ভানুগাছ রোডে গ্রান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফের পাশে লিচুবাড়ি এলাকা থেকে অজগরটিকে উদ্ধার করেন স্থানীয়রা। ১২ কেজি ওজনের একটি ছাগল খাওয়ার সময় ধরা পড়ে লম্বায় প্রায় ১২ ফুট এবং ২০ কেজি ওজনের অজগরটি।

উদ্ধারের পর স্থানীয়রা বিষয়টি বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেবকে জানালে তিনি তাৎক্ষণিক ঘটনাস্থলে যান। পরে তার কাছে সাপটিকে হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন

সজল দেব সারাবাংলাকে জানান, এটিকে প্রাথমিকভাবে সেবা দিয়ে লাউয়াছড়া উদ্যানে ছেড়ে দেওয়া হবে।

লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে খাবার সংকটে প্রায়ই লোকালয়ে এসে ধরা পড়ছে বিভিন্ন বন্য প্রাণী। সম্প্রতি একই এলাকা থেকে ছাগল খাওয়ার সময় উদ্ধার হয় বিশাল আরেকটি অজগর। পরে এটিকেও বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন প্রাথমিক সেবা দিয়ে লাউয়াছড়ায় অবমুক্ত করে।

আরো পড়ুন : শ্রীমঙ্গলে অজগরের পেটে আস্ত ছাগল

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএমএন

 

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন