বিজ্ঞাপন

খেলাধূলা পারে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে: গোলাম দস্তগীর গাজী

September 14, 2018 | 7:25 pm

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

নারায়ণগঞ্জ: বাংলাদেশ খেলাধূলায় অনেক এগিয়েছে এবং খেলাধূলা যুব সমাজকে মাদক ও জঙ্গিবাদ থেকে দূরে রাখতে পারে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)।

শুক্রবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূবর্গ্রাম গাজী স্টেডিয়ামে পূবর্গ্রাম স্পোর্টস অ্যান্ড ইউথস ওয়েলফেয়ার ক্লাব আয়োজিত মহব্বত হোসেন খাঁন (নয়ন) স্মৃতি ফুটবল টুনার্মেন্ট ২০১৮ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এবারের টুর্নােমেন্টে ছয়টি দল অংশ নেয়। ফাইনালে অংশ নেয় যমুনা ও মেঘনা দল। খেলায় বিজয়ী দল মেঘনার হাতে ৩২ ইঞ্চি এলইডি টিভি পুরস্কার তুলে দেন গোলাম দস্তগীর গাজী এমপি।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গোলাম দস্তগীর গাজী বলেন, ‘খেলাধূলায় দেশ অনেকদূর এগিয়েছে। তবে এবার আমরা সাফ টুর্নামেন্টে ভালো করতে পারিনি। আশা করি সামনের বার চ্যাম্পিয়ন হব। খেলাধূলার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সামগ্রিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন। দেশ আরও এগিয়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘খেলাধূলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড যুব সমাজের মাঝে শৃঙ্খলাবোধ, অধ্যাবসায়, দায়িত্ববোধ এবং দেশপ্রেম সৃষ্টি করে।’

বিজ্ঞাপন

আগামী নির্বাচনে বিজয়ী হলে পূবর্গ্রাম গাজী স্টেডিয়ামে ঢাকার লীগ টুর্নামেন্টের মতো বড় বড় খেলা হবে জানিয়ে তিনি আরও বলেন, ‘এই মাঠে বড় বড় খেলা হবে। এখানে আজ খেলা অনুষ্ঠিত হয়েছে কারণ এখানে মাঠ আছে। এ মাঠের জন্য সবাইকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। তাই আমি কথা দিচ্ছি, এমপি হলে এখানে তিনটি স্টেডিয়াম করব। সবার প্রতি আহ্বান আপনারা আমাকে ভোট দেবেন এবং বিজয়ী করবেন।’

কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ জাহেদ আলীর সভাপ‌তি‌ত্বে অনু‌ষ্ঠিত অনুষ্ঠা‌নে আরও উপ‌স্থিত ছি‌লেন স্থানীয় আওয়ামী লীগ নেতা শ্রী র‌বি রায় ও জামান মিয়া, পূর্বগ্রাম স্পোর্টস অ্যান্ড ইউথস ওয়েল ফেয়ার ক্লাবের উপদেষ্টা ও চৌমুহনী সরকারি ক‌লে‌জের অধ্যক্ষ শহিদুল্লাহ ভুঁইয়া, ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ কে এম ওবায়দুল্লাহ খান রাকিব, আওয়ামী প্রজন্ম লীগ নেতা শাহিন আলম খান, কায়েতপাড়া ইউনিয়ন স্বেচ্ছা‌সেবক লীগের সভাপতি ম‌হিউদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, রূপগঞ্জ উপ‌জেলা যুব ম‌হিলা লী‌গের সভাপ‌তি ফের‌দৌসী আক্তার রিয়া, সাধারণ সম্পাদক সে‌লিনা আক্তার রীতাসহ অ‌নে‌কে।

সারাবাংলা/একে

বিজ্ঞাপন

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন