বিজ্ঞাপন

টাইফুন ম্যাংখুতের আঘাতে ফিলিপাইনে ১৪ জনের মৃত্যু

September 15, 2018 | 9:44 pm

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

বিজ্ঞাপন

ফিলিপাইনের উত্তর উপকূলীয় অঞ্চলে আঘাত হানা সুপার টাইফুন ম্যাংখুতের প্রভাবে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির প্রেসিডেন্টের এক উপদেষ্টা। এ বছরে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়টি বর্তমানে দেশটির প্রধান দ্বীপ লুজন এর ওপর দিয়ে প্রবাহিত হয়ে চীনের পশ্চিমাঞ্চলের দিকে চলে যাচ্ছে।

সরকারি কর্মকর্তারা বলছেন, ঘণ্টায় ১৮৫ কিলোমিটার গতির ঝড়ো হওয়ার তোড়ে টোগুয়েগারাও শহরের প্রায় প্রতিটি ভবনই ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙ্গে পড়েছে ওই অঞ্চলের সব ধরণের যোগাযোগ ব্যবস্থা।

বিজ্ঞাপন

প্রায় ৪০ লাখের বেশি মানুষ সুপার টাইফুন ম্যাংখুতের কবলে পড়েছে। ২০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস সতর্কতার কারণে এর মধ্যে হাজার হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে।

প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তের রাজনৈতিক উপদেষ্টা ফ্রান্সিস টোলেনটিনো বলেন, ঝড়ে এখন পর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভুমিধসে আটকে পড়াদের সন্ধানে গিয়ে ২ উদ্ধারকর্মীর মৃত্যু হয়।

বিজ্ঞাপন

অপর একটি সূত্র বলছে, রাজধানী ম্যানিলার দিকে প্রবাহিত মারিকিনা নদীতে ভাসমান এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে।

উপকূলীয় শহর আপারির একটি আশ্রয়কেন্দ্র জানাচ্ছে, সেখানকার ঘর-বাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে এবং টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

সারাবাংলা/এএস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন