বিজ্ঞাপন

বিএন‌পির ষড়যন্ত্র নস্যাৎ করে বিজয়ের বন্দরে পৌঁছাবে নৌকা: কাদের

September 19, 2018 | 6:34 pm

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএন‌পির সব ষড়যন্ত্র নস্যাৎ করে মুক্তিযুদ্ধের চেতনায় ভাসতে ভাসতে বিজয়ের বন্দরে পৌঁছাবে নৌকা।

বুধবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন অব বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে সড়ক ও জনপথ অধিদপ্তরের ওয়াকচার্জড শ্রমিক-কর্মচারীদের নিয়মিতকরণের আদেশ (প্রথম ধাপ) প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

দেশকে অস্থিতিশীল করতে একটি মহল চক্রান্ত করছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘একটি মহল শেখ হাসিনার সরকারকে হটানোর পাঁয়তারা চালাছে। জনগণের কাছে সাড়া না পেয়ে মহলটি আজ বিদেশিদের কাছে কান্নাকাটি করছে। শেখ হাসিনা সরকারকে বেকায়দায় ফেলার জন্য নানামুখী তৎপরতা শুরু করেছে। কৃষক- শ্রমিক জনতাকে সঙ্গে নিয়ে এ ষড়যন্ত্র মোকাবিলা করা হবে। বাংলাদেশের মানুষের জন্য শেখ হাসিনার চেয়ে আপন আর কেউ নেই।’

বিজ্ঞাপন

কদের বলেন, ‘বর্তমান সরকার শ্রমিকদের প্রতি আন্তরিক। শেখ হাসিনার সরকার শ্রমিকবান্ধব সরকার, গণমানুষের, গণবান্ধব সরকার। কিছুদিন আগে সরকার গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা করেছে। বর্তমানে আমাদের মাথাপিছু আয় ১ হাজার ৭৫১ ডলার। একটি আন্তর্জাতিক সংস্থার জরিপে এসেছে শেখ হাসিনার জনপ্রিয়তা ৬৬ শতাংশ, আওয়ামী লীগ সরকারের জনপ্রিয়তা ৬৪ শতাংশ।’

সড়ক পরিবহন আইন আজ সংসদে পাশ হবে জানিয়ে সড়কমন্ত্রী বলেন, ‘ছাত্র-ছাত্রীদের নিরাপদ সড়ক আন্দোলনের ফলে ১৯৮৩ সালের অধ্যাদেশ ৩৪ বছর পর আজ সড়ক পরিবহন বিলটি সংসদে উত্থাপিত হবে, আলোর মুখ দেখবে।’

অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম, অতিরিক্ত সচিব বেলায়েত হোসেন খন্দকার, কেন্দ্রীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, বাংলাদেশ সওজ শ্রমিক ইউনিয়ন কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন খন্দকার প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএমএইচ/এমও

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন