বিজ্ঞাপন

‘কেউ উড়ে এসে আমাদের রক্ষা করবে না’

September 19, 2018 | 6:34 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।। 

বিজ্ঞাপন

ঢাকা: চরম সংকটে থাকা বিরোধী রাজনৈতিক দল এবং জোটকে কেউ উড়ে এসে রক্ষা করে দেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ২০ দলীয় জোটের অন্যতম শরিক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এ মতবিনিময় সভা আয়োজন করে।

সম্প্রতি আমেরিকা-ইউরোপ সফর করে আসা মির্জা ফখরুল ইসলাম আলমগীর জোট শরিকদের উদ্দেশে বলেন, ‘আপনার এই দেশ, আপনাকেই রক্ষা করতে হবে। আপনার মানুষকে আপনাকেই রক্ষা করতে হবে। অন্য কেউ উড়ে এসে আমাদেরকে রক্ষা করবে না।’

বিজ্ঞাপন

সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘গত দশ বছরে বহু মানুষের রক্তে আপনাদের হাত রঞ্জিত হয়েছে। আমাদের বুহু ভাইয়ের রক্তে রঞ্জিত হয়েছে আপনাদের হাত। আমাদের দলের ৫ শ’ নেতাকর্মী গুম হয়েছে— তাদের কোনো খোঁজ নেই।’

ফখরুল বলেন ‘জমিয়তে উলামায়ে ইসলামসহ ২০ দলের নেতাকর্মীদের অনেকেই গুম হয়েছে। সংসদ সদস্য ইলিয়াস আলী, পারভেজ, হিরু, কমিশনার চৌধুরী আলম গুম হয়েছেন—তাদের কোনো খোঁজ নেই। ছাত্র নেতারা গুম হয়েছেন, যুব নেতারা গুম হয়েছেন। ক্রোস ফায়ার, এক্সট্রা জুডিশিয়াল কিলিং, নিখোঁজ, গুম হয়ে গেছে।’

‘তাই বলছি ঐক্য’র কোনো বিকল্প নেই। আজ জনগণকে ঐক্যবদ্ধ করে আমাদের বুকে ওপর চেপে বসা দানবকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে’— বলেন ফখরুল।

বিজ্ঞাপন

অপেক্ষমান থাকা ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলার রায় সম্পর্কে তিনি বলেন, `ঘটনাটি যখন ঘটে, তখন আমরা সাথে সাথে তীব্র নিন্দা জানিয়েছি এবং বিএনপি সরকার সাথে সাথে ঘটনা তদন্ত করার জন্য এফবিআই ও ইন্টারপোলকে নিয়ে এসেছিল। কিন্তু তারা তদন্ত রিপোর্ট দিয়ে যেতে পারেন নাই। কারণ, ওই ঘটনার প্রধান ভিক্টিম আজকের প্রধানমন্ত্রী এবং তার দল সেদিন কো-অপারেট করেননি। যে গাড়িটাতে বুলেট লেগেছিল, সে গাড়িটিও পরীক্ষার জন্য দেওয়া হয়নি।’

‘আজকের প্রধানমন্ত্রী ছিলেন এই মামলার দুই নম্বর স্বাক্ষী। তিনি কোনো দিনও আদালতে গিয়ে স্বাক্ষ্য দেননি। তারেক রহমানকে আসামি করা হয়েছে, বিএনপি নেতাকর্মীকে আসামি করা হয়েছে। পুলিশের তিনজন আইজি কারাগারে, সেনাবাহিনীর তিনজন উচ্চ পদস্থ কর্মকর্তা কারাগারে। এই মামলায় তাদেরকে জড়ানো হয়েছে’—বলেন ফখরুল।

তিনি বলেন, ‘পরপর তিনজন তদন্ত কর্মকর্তা বদলানো হয়েছে। ফখরুদ্দিন-মঈনুদ্দিনের শাসন গেছে দুই বছর। তাদের আমালেও তারেক রহমানের নাম আসেনি। তারেক রহমানের নাম দেওয়া হয়েছে এই সরকার আসার পর। আব্দুল কাহার আকন্দ—যিনি আওয়ামী লীগের নমিনেশন চেয়েছিলেন, তাকে এটার তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়। তিনি এসে মুফতি হান্নানকে ২৪৩ দিন রিমান্ডে নিয়ে নির্মমভাবে নির্যাতন করে তার কাছে থেকে ১৬৪ ধারা জবানবন্দি নেওয়া হয়।’

ফখরুল বলেন, ‘রিমান্ডের পর যখন মুফতি হান্নান আদালতে আসেন, তখন তিনি জানান, তাকে জোর করে ১৬৪ ধারা আদায় করা হয়েছে। এভাবেই তারেক রহমানকে এ মামলায় জড়ানো হয়েছে।’

বিজ্ঞাপন

‘বিএনপি নির্বাচনে যাবে, কারণ বিএনপি নির্বাচনমুখী রাজনৈতিক দল’— বিষয়টি উল্লেখ করে বেশ কয়েকটি দাবি পুনরাবৃত্তি করেন তিনি।

সরকারের উদ্দেশে ফখরুল বরেন, ‘খালেদা জিয়াকে মুক্তি দিন, নির্বাচনের ক্ষেত্র প্রস্তুত করুন, সকল রাজনৈতিক নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা’ মামলা প্রত্যাহার করুন, সংসদ ভেঙে দিন, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার দিন এবং নির্বাচন কমিশনকে শক্তিশালী করুন।’

নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি বলেন, ‘এই সমস্ত কোমর ভাঙা কমিশন দিয়ে নির্বাচন হবে না। সাহসী কমিশন গঠন করুন। যে কমিশন পুলিশ দেখলে ভয় পায়, তা দিয়ে নির্বাচন হবে না। সুতরাং নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। নির্বাচনের সময় অবশ্যই সেনাবাহিনী মোতায়ন করতে হবে।  আর ইভিএম চলবে না। ইভিএমে ১০কে ১ শ’ বানানো যায় অনায়াসে।’

জাতীয় ঐক্য সম্পর্কে ফখরুল বলেন, ‘জাতীয় ঐক্য’র ডাক খালেদা জিয়া কারাগারে যাওয়ার আগেই দিয়ে গেছেন। যে দুঃশাসন, সমগ্র জাতির ওপর চেপে বসেছে। একে সরাতে হলে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। একে সরাতে হলে সমগ্র রাজনৈতিক দল ও সংগঠনকে এক হতে হবে।’

জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব নূর হোসাইন কাসেমীর সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমেদ আব্দুল কাদের, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান অ্যাডাভোকেট মাওলানা আব্দুর রকিব, জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ প্রমুখ।

সারাবাংলা/এজেড/জেডএফ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
চবি ছাত্রকে মারধরের পর হলের ছাদ থেকে ফেলা চেষ্টার অভিযোগঢাকার পয়ঃবর্জ্য-গ্যাস লাইন পরীক্ষায় কমিটি গঠনের নির্দেশরানা প্লাজা ধস: ভুক্তভোগীদের পুনর্বাসন ও মামলা নিষ্পত্তির দাবিগরমে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনা সৃষ্টির প্রতিশ্রুতি ডিএমপিরব্যাংক একীভূতকরণের নামে ঋণ খেলাপিদের দায়মুক্তি দেওয়া হচ্ছেন্যাপ বাস্তবায়নের জন্য চাই রাজনৈতিক সদিচ্ছা ও আইনি ভিত্তিকাদেরকে নিয়ে মন্তব্য, যাত্রী কল্যাণের মহাসচিবের বিরুদ্ধে জিডিজাহাজেই ফিরবেন ২৩ নাবিক, চলছে কয়লা খালাসভুয়া তথ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার চেষ্টা!নিখোঁজের ২৫ দিন পর নদী থেকে ছাত্রলীগ নেতার লাশ উদ্ধার সব খবর...
বিজ্ঞাপন