বিজ্ঞাপন

নির্বাচনকালীন সরকারে মন্ত্রী থাকব: এরশাদ

September 20, 2018 | 10:06 pm

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

রংপুর: নির্বাচনকালীন সরকারে মন্ত্রী হিসেবে থাকবেন বলে দাবি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) রংপুরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে এ কথা বলেন এইচ এম এরশাদ।

এরশাদ বলেন, ‘নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারে মন্ত্রী হতে আমার কোনো বাধা নেই। তবে রওশন এরশাদের বাধা আছে। কারণ তিনি নির্বাচনের শেষ পর্যন্ত বিরোধীদলীয় নেত্রী হিসেবে থাকবেন। সে কারণে আমি অবশ্যই মন্ত্রী থাকবো।’

রাজনীতিতে যে কেউ জোট করতেই পারে উল্লেখ করে প্রধানমন্ত্রীর এ বিশেষ দূত বলেন, ‘শুনেছি বিএনপি ওই জোটে যোগ দিবে। বিএনপি নির্বাচনে এলে আমি আওয়ামী লীগের সাথে থাকবো। আমাদের জোটকে সহজে কেউ পরাজিত করতে পারবে না।’

বিজ্ঞাপন

নির্বাচনে ইভিএম ব্যবহার প্রসঙ্গে এরশাদ বলেন, ‘ইভিএম পদ্ধতি বাংলাদেশের মানুষের কাছে পরিচিতি লাভ করেনি। বৃহৎ জনগোষ্ঠীর কাছে গ্রহণযোগ্যতা পায়নি। এ কারণে আমি নিজেও ইভিএম পদ্ধতি পছন্দ করি না।’

খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘খালেদা জিয়া অসুস্থ কিনা জানি না। সরকার ইচ্ছে করলে তাকে হাসপাতালে ভর্তি করাতে পারে। এ ব্যাপারে আমার কিছু বলার নেই। বিএনপি নির্বাচনে এলে বা না এলে আমাদের কিছুই যায় আসে না।’

এসময় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলনে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএইচ/এমও

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন