বিজ্ঞাপন

তানজানিয়ায় ফেরি ডুবিতে অন্তত ৪০ জনের মৃত্যু

September 21, 2018 | 9:56 am

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

বিজ্ঞাপন

পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ার ভিক্টোরিয়া লেকে কয়েকশ যাত্রী নিয়ে একটি ফেরি ডুবে গেলে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে আলাপকালে স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, প্রায় দুই শতাধিক যাত্রী নিয়ে ফেরিটি ডুবে যায়। শুক্রবার (২১ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত উদ্ধার কাজ চালানো হয়েছে।

এমভি নেইরিরে নামের ফেরিটিকে উকোরা ও বুগোলোরা দ্বীপের মধ্যবর্তী উপকূলের কাছাকাছি উল্টানো অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, ফেরিটিতে ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী ছিল। কোনোকারণে যাত্রীদের বেশিরভাগ এর একপাশে চলে আসায় তা উল্টে যায়।

অপর এক কর্মকর্তার বরাতে জানা গেছে, ফেরিটিতে চার শতাধিক যাত্রী ছিল। এর মধ্যে একশ যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এদের ৩২ জনের অবস্থা গুরুতর।

বিজ্ঞাপন

তবে ফেরির সঠিক যাত্রী সংখ্যা কেউ নিশ্চিত করতে পারেনি। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ফেরির টিকেট প্রদানের দায়িত্বে থাকা ব্যক্তির মৃত্যু হয়েছে। তাছাড়া যাত্রীদের তথ্য সংরক্ষণকারী যন্ত্রটিকেও খুঁজে পাওয়া যায়নি।

আঞ্চলিক কমিশনার এডাম মালিমা বলেন, এমন ভয়াবহ দুর্ঘটনায় মৃতের সংখ্যা যেন আর না বাড়ে, ঈশ্বরের কাছে সেই প্রার্থনাই করছি।

সারাবাংলা/এএস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন