বিজ্ঞাপন

ট্রাকে নৈশকোচের ধাক্কা, ৩ জনের মৃত্যু

September 21, 2018 | 11:09 am

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

রাজশাহী: রাজশাহীর পুঠিয়ায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায় তিনজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও ১৫ জন। তাদের রাজশাহী মেডিকলে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) রাতে পুঠিয়া উপজেলার রাজশাহী-ঢাকা মহাসড়কের তারাপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন, ট্রাকের চালক জাকির হোসেন (২৮) ও হেলপার রিজু মিয়া (২৫)। জাকিরের বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার মুক্তারপুর গ্রামে। রিজু মিয়ার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায়। বাকি একজনের পরিচয় জানা যায়নি।

বিজ্ঞাপন

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিল উদ্দিন আহম্মেদ জানান। বালিবাহী একটি ট্রাক মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস পিছন থেকে ওই ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ট্রাকের চালক, সহকারী ও বাসের সহকারী মারা যায়। ট্রাকের চালক ও সহকারী ট্রাকের নিচে ছিলেন। এ ঘটনায় আহত হন বাসের অন্তত ১৫ যাত্রী। খবর পেয়ে পুলিশ ও দমকল কর্মীরা আহতের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।

সারাবাংলা/এমএইচ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন