বিজ্ঞাপন

রাঙামাটিতে ইউপিডিএফের ২ কর্মীকে গুলি করে হত্যা

September 21, 2018 | 11:45 am

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

রাঙ্গামাটি: রাঙামাটির নানিয়ারচর উপজেলায় রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) দুই কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) রাতে উপজেলার মহালছড়ির সীমান্তবর্তী রামসুপারিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন, আকর্ষণ চাকমা (৪২) ও শ্যামল কান্তি চাকমা সুমন্ত (৩০)।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, সুমন্ত চাকমা ও আকর্ষণ চাকমা এক সময় জেএসএস সংস্কার গ্রুপে ছিলো। তারা সম্প্রতি অস্ত্রসহ ইউপিডিএফএ যোগদান করে। গত মধ্যরাতে রাম সুপারী পাড়ায় সুমন্ত চাকমা ও আকর্ষণ চাকমা অবস্থান করছে এ তথ্য জেনে জেএসএস কর্মীরা অবস্থান নেয়। পরে সুমন্ত চাকমা ও আকর্ষণ চাকমার সঙ্গে জেএসএস সংস্কার পন্থিদের গোলাগুলি হয় এতে ঘটনাস্থলে আকর্ষণ চাকমা ও সুমন্ত চাকমা মারা যায়।

নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ বলেন, ‘ইউপিডিএফ প্রসিত গ্রুপ ও জেসএসএস সংস্কার গ্রুপের মধ্যে কয়েক রাউন্ড গুলি বিনিময় হয়। এ ঘটনায় ইউপিডিএফ এর ২ জন সুমন্ত চাকমা ও আকর্ষণ চাকমার মৃত্যু হয়। নানিয়ারচর-মহালছড়ি সীমান্তবর্তী হওয়ায় ঘটনা স্থলে যেতে সময় লাগবে। আমরা ঘটনাস্থলে যাচ্ছি। পরে বিস্তারিত জানাতে পারবো।’

সারাবাংলা/এমএইচ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন