বিজ্ঞাপন

তানজানিয়ায় মৃত্যুর মিছিলে ১৩৬ লাশ

September 21, 2018 | 10:16 pm

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

বিজ্ঞাপন

ঢাকা: তানজানিয়ায় দীর্ঘ হয়ে চলেছে মৃত্যুর মিছিল। এ পর্যন্ত কমপক্ষে ১৩৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা সিমন সিরো। শুক্রবার (২১ সেপ্টেম্বর) তিনি জানান, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে- এমন আশঙ্কা করছি আমরা। দুর্ঘটনার পর থেকে উদ্ধারকর্মীরা নিখোঁজ ব্যক্তিদের জীবিত উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ঘাট থেকে কিছু দূর যাওয়ার পরই বৃহস্পতিবার বিকেলে ভিক্টোরিয়া লেকে ‘এমভি নেরিরে’ ফেরিটি ডুবে যায়। প্রাথমিকভাবে জানা গিয়েছিল, ফেরিটি ৩শোর বেশি যাত্রী নিয়ে ঘাট ছেড়েছিল। ফেরিটি উকোরা ও বুগোলোরা দ্বীপের মধ্যবর্তী উপকূলের কাছাকাছি উল্টো অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, ফেরিটিতে ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী ছিল। কোনোকারণে যাত্রীদের বেশিরভাগ এর একপাশে চলে আসায় তা উল্টে যায়।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ফেরিটি ১শ’ যাত্রীর ধারণক্ষমতা সম্পন্ন। পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ার দক্ষিণাঞ্চলীয় ভিক্টোরিয়া লেকে ফেরি ডুবে ৫শ’ যাত্রীর মৃত্যু হয়েছিল ১৯৯৬ সালে।

বিজ্ঞাপন

তানজানিয়ায় ফেরি ডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ৯৪

সারাবাংলা/এটি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন