বিজ্ঞাপন

সরকার রাগের বশে খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠে‌লে দি‌চ্ছে: নজরুল

September 23, 2018 | 3:05 pm

।। স্টাফ ক‌রেসপ‌ন্ডেন্ট।।

বিজ্ঞাপন

ঢাকা: সরকার রাগের বশবর্তী হয়ে বেগম খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠে‌লে দি‌চ্ছে ব‌লে মন্তব্য ক‌রে‌ছেন বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস্য নজরুল ইসলাম খান।

‌তি‌নি ব‌লেন, ‘আমরা সরকা‌রের রাজনৈতিক প্রতিপক্ষ। আমরা তাদের শত্রু না। কিন্তু বেগম জিয়াকে নিয়ে সরকার যে আচরণ করছে তা শত্রুতামূলক।’

রোববার (২৩ সেপ্টেম্ব) দুপু‌রে জাতীয় প্রেসক্লা‌বের কনফা‌রেন্স লাউ‌ঞ্জে বাংলা‌দে‌শ জাতীয়তাবা‌দী নবীন দল এর উদ্যোগে বিএন‌পির চেয়ারপারসন বেগম খা‌লেদা জিয়াসহ জাতীয়তাবাদী সকল রাজবন্দী‌দের রোগ মু‌ক্তি ও সু স্বাস্থ্য কামনায় দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তি‌নি এ কথা জানান।

বিজ্ঞাপন

‌তি‌নি ব‌লেন, ‘বেগম জিয়া গুরুতর অসুস্থ, তাকে যদি এখন সুচিকিৎসা না দেওয়া হয় তাহলে তিনি প্যারালাইজডসহ অন্ধ হয়ে যেতে পারেন। আমরা বার বার সরকা‌রের কা‌ছে তার চি‌কিৎসার কথা বলার পরও সরকার এই বিষয়ে কোনো পদক্ষেপই নিচ্ছে না।’

বিএন‌পির এই প্র‌বীণ নেতা ব‌লেন, ‘সকল রাজনী‌তি‌বিদ এর অংশগ্রহণে যে আন্দোলনের ডাক এসেছে তা‌তে প্রমাণিত হয় আগামীতে এই সরকারের বিরুদ্ধে যে আন্দোলন হতে যাচ্ছে সে আন্দোলনেই সরকারকে শুধু পদত্যাগ নয় লজ্জাজনক পরাজয় বরণ করতে হবে।’

গতকাল এক সভায় আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন যদি ক্ষমতা চ‌লে যায় তাহলে লাইট দিয়েও আমা‌দের খুঁজে পাওয়া যাবে না এমন বক্ত‌ব্যের জবা‌বে তি‌নি ব‌লেন, ‘তা‌দের এখন শুধু ভয় আর ভয়। এসব সরকারের অস্বস্তির কারণ।’

বিজ্ঞাপন

আজ বিএনপির হাজার হাজার নেতা নেতাকর্মী গৃহহীন মন্তব্য ক‌রে তি‌নি ব‌লেন, ‘বিএন‌পির হাজার হাজার নেতাকর্মীর বি‌রুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হ‌য়ে‌ছে। যারা মৃত তা‌দের বি‌রুদ্ধে পর্যন্ত মামলা দেওয়া হ‌চ্ছে। এমন‌কি তাদের পরিবারের পিতা-মাতাকে পর্যন্ত শাস্তি দেওয়া হচ্ছে।’

তাই সকল নেতাকর্মীর উদ্দেশ্যে তি‌নি ব‌লেন, ‘এই সরকা‌রের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। এই অত্যাচার সরকারের বিরুদ্ধে লড়াই করতে হবে এবং এই সরকার‌কে উৎখাত ক‌রে গণতন্ত্র ফি‌রি‌য়ে আন‌তে হ‌বে।’

ডিজিটাল নিরাপত্তা আইন সংসদে পাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘সরকার এই আইন পাস করেছে, কারণ সাংবাদিকরা যা‌তে সত্য কোনো নিউজ প্রকাশ করতে না পা‌রে। সরকা‌রের বি‌রুদ্ধে যেন না লিখ‌তে পা‌রে। সাংবা‌দিক নেতারা এই বিষ‌য়ে রাষ্ট্রপ‌তি বরাবর অভি‌যোগ ক‌রে‌ছে যেন এই আইন রাষ্ট্রপ‌তি সিগনেচার না ক‌রে। আমরা সাংবা‌দিক নেতা‌দের এই দা‌বির পূর্ণ সর্মথন জানাই।’

সারাবাংলা/এমএমএইচ/জেএএম

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন