বিজ্ঞাপন

আইপিএলে বাধা নেই স্টোকসের

January 2, 2018 | 1:36 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

গত আইপিএল আসরের আগে আলোচনায় উঠেছিল ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকসকে নিয়ে। সর্বোচ্চ দামে রাইজিং পুনে সুপার জায়ান্টস তাকে কিনেছিল। এবার আইপিএল আসরে তাকে দেখা যাবে কি না সেটি নিয়ে শঙ্কা জাগলেও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড জানাচ্ছে, স্টোকস চাইলে অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া হবে।

গত আসরে সাড়ে ১৪ কোটি ভারতীয় রূপিতে পুনের জার্সিতে খেলেছিলেন স্টোকস। আইপিএলের এগারোতম আসরের জন্য ফ্র্যাঞ্চাইজিগুলোর ক্রিকেটার ধরে রাখার সবশেষ সময় বেধে দেওয়া হয় ৪ জানুয়ারি। পুনে এবার আইপিএলের আসরে নেই। স্টোকসকে উঠতে হবে নিলামের খাতায়। ভারতীয় ক্রিকেট বোর্ড এবং আইপিএল কমিটি ধরে রাখা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করবে ১৮ জানুয়ারি। আর নিলাম অনুষ্ঠিত হবে ২৭ ও ২৮ জানুয়ারি। নিশ্চিতভাবেই বিশাল অঙ্কের টাকা পাবেন স্টোকস।

বিজ্ঞাপন

আইপিএলে স্টোকসকে নিয়ে শঙ্কাটা জেগেছিল ব্রিস্টলের নাইট ক্লাবের বাইরে অহেতুক মারামারিতে জড়ানোর কারণে। পুলিশি ঝামেলা থাকায় চলমান অ্যাশেজ সিরিজ থেকে তাকে বাইরে রাখা হয়েছিল। ইংল্যান্ড পুলিশের তদন্তে যে কোনো মুহূর্তেই তাকে হাজিরা দিতে হবে। একারণে ওয়ানডে স্কোয়াড থেকেও তাকে সরিয়ে দেওয়া হয়। তার জায়গায় সুযোগ পান ডেভিড মালান। তবে, মামলার তদন্ত কিছুটা হালকা হওয়ায় স্টোকসকে নিউজিল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্টে খেলার অনুমতি দেওয়া হয়েছিল।

স্টোকসের অনাপত্তিপত্র প্রসঙ্গে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী টম হ্যারিসন আগেই জানিয়েছেন, ‘এটা সম্পূর্ণই স্টোকসের ব্যক্তিগত ব্যাপার। তাকে নিউজিল্যান্ডে খেলতে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। তবে, এটা কঠিন যে বিশ্বের অন্য টুর্নামেন্টে তাকে খেলতে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া। সঠিক ব্যালেন্স করেই সব কিছু চূড়ান্ত হবে। ইংলিশ বোর্ডের নিয়ম রক্ষা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।’

বিজ্ঞাপন

এদিকে, সবশেষ ইংলিশ ক্রিকেট বোর্ডের এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘বোর্ড থেকে নিশ্চিত করা হয়েছে আইপিএল খেলতে চাইলে স্টোকসকে অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া হবে। তাতে আইপিএল ড্রাফটে উঠাতে স্টোকসকে নিয়ে কোনো ঝামেলা থাকবে না। তবে, পুলিশি তদন্তে প্রয়োজনে তাকে অবশ্যই সিদ্ধান্ত বদলানোর জন্য অনুরোধ করা হবে।’

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন