বিজ্ঞাপন

মামুনের ক্যামেরায় মহাজাগতিক সুলতান 

September 25, 2018 | 2:12 pm

স্টাফ করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

একজন এস এম সুলতান,  যার মনের বিশাল ক্যানভাসে রঙ তুলির আচড়ে উঠে এসেছে গ্রাম বাংলার মানুষের দুঃখ, হাসি ,কান্না । মহাজাগতিক এই মানুষকে ক্যানভাসের বাইরে থেকে কে না দেখতে চায়। কেমন ছিলো তার জীবন?

দেশের খ্যাতিমান আলোকচিত্রী নাসির আলী মামুন করে দিলেন সেই সুযোগ। বিভিন্ন সময়ে সাদাকালো আলোছায়ায় এস এম সুলতানকে ধারণ করেছেন তিনি। মামুনের ক্যামেরায় ধারণ করা সুলতানের সেইসব মুহুর্ত নিয়ে রাজধানীর আলিয়ঁস ফ্রঁসেজের গ্যালারিতে চলছে পক্ষকালব্যাপী আলোকচিত্র প্রদর্শনী।

বিজ্ঞাপন

‘এস এম সুলতান : এক ভবঘুরে মহাজগতিক পরিভ্রমণ’ শিরোনামের এই আলোকচিত্র প্রদর্শনী তে ফুটে উঠেছে শিল্পীর জীবনের উদ্দীপনা, আধার আর সংগ্রাম । কোন ছবিতে তিনি বাজাচ্ছেন বাঁশি, আবার কোনো ছবিতে কোমল আদরে কোলে টেনে নিচ্ছেন বিড়াল ছানা।  আবার কোনো ছবিতে উঠে এসেছে তার একান্ত রাতের সময়। আর কোনো ছবিতে রৌদ্র-ছায়ার সুলতান।

বিজ্ঞাপন

‘এস এম সুলতান : এক ভবঘুরে মহাজগতিক পরিভ্রমণ’ শুরু হয়েছে ২০ সেপ্টেম্বর চলবে ৫ ই অক্টোবর পর্যন্ত।

সারাবাংলা/এএএমএ/পিএম

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন