সুমিত-তিশার ‘বিশুদ্ধ ভালোবাসা’
September 25, 2018 | 3:01 pm
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট।।
নতুন একটি গান নিয়ে হাজির হচ্ছেন শাওন গানওয়ালা। ‘বিশুদ্ধ ভালোবাস’ শিরোনামের গানটি লিখেছেন তুষার হাসান। সুর ও সংগীতায়োজন করেছেন আমজাদ হোসেন। গানটির মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন ছোট পর্দার পরিচিত মুখ সুমিত ও তাসনুভা তিশা। এটি পরিচালনা করেছেন গীতিকার তুষার হাসান নিজেই।
নতুন গান সম্পর্কে শাওন গানওয়ালা বলেন, ‘আমরা একসঙ্গে আগেও গান করেছি। দর্শক-শ্রোতারা সেই গান গ্রহণ করেছিলেন। এবারের গানটিও দারুণ। আশা করি সবাই পছন্দ করবে।’
এদিকে কাজটি অন্যান্য মিউজিক ভিডিওর থেকে কিছুটা ভিন্ন বলে জানান পরিচালক। তিনি বলেন, ‘মিউজিক ভিডিওটি অত্যন্ত যত্ন সহকারে নির্মাণ করেছি। যা দেখলে বোঝা যাবে। তাছাড়া এই কাজটি ভালো করার জন্য সময়ও নিয়েছি অনেক।’
তুষার-আমজাদ-শাওন, এই ত্রয়ী এর আগে একসঙ্গে ‘ইচ্ছে মানুষ’, ‘আমাদের গল্প’ ও ‘প্রিয় অসুখ’ গানগুলো উপহার দিয়েছেন। ইউটিউবে সবগুলো গানই ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।
জানা গেছে গানটি চিত্রকল্পের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে খুব শিগগিরই প্রকাশ করা হবে।
সারাবাংলা/আরএসও/টিএস
আরো দেখুন :
https://www.youtube.com/watch?time_continue=4&v=Vlz9HVc3_tY