বিজ্ঞাপন

তিন মাসে মূল্যস্ফীতি বেড়েছে ৫ দশমিক ৯৩ শতাংশ

January 2, 2018 | 4:59 pm

সারাবাংলা করসপন্ডেন্ট

বিজ্ঞাপন

চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে অর্থাৎ গত তিন মাসে (অক্টোবর- ডিসেম্বর) গড় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৫ দশমিক ৯৩ শতাংশ। যা তার আগের তিন মাসে গড় মূল্যস্ফীতি ছিল ৫ দশমিক ৮৬ শতাংশ। এছাড়া মাসিক ভিত্তিতে মূল্যস্ফীতি হয়েছে অক্টোবরে ৬ দশমিক শূন্য ৪ শতাংশ, নভেম্বরে ৫ দশমিক ৯১ শতাংশ এবং ডিসেম্বরে হয়েছে ৫ দশমিক ৮৩ শতাংশ।

রাজধানীর শেরেবাংলা নগরে একনেক পরবর্তী ব্রিফিংএ এসব তথ্য দেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

মন্ত্রী জানান, চলতি অর্থবছরের প্রথম তিন মাসের তুলনায় দ্বিতীয় প্রান্তিকে অর্থাৎ অক্টোবর-ডিসেম্বরে গড় মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে। তবে আগামী এক মাসের মধ্যেই মূল্যস্ফীতি কমে যাবে। হঠাৎ বন্যা ও অতিবৃষ্টিই মূল্যস্ফীতির কারণ হিসেবে বলা হচ্ছে।

বিজ্ঞাপন

মন্ত্রী জানান, গ্রামে গড় মূল্যস্ফীতি বেড়ে দাড়িয়েছে ৫ দশমিক ৯৭ শতাংশ এবং প্রথম প্রান্তিকে ছিল ৫ দশমিক ৮৪ শতাংশ।

শহরে প্রথম প্রান্তিকের তুলনায় দ্বিতীয় প্রান্তিকে মূল্যস্ফীতি কমেছে। অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৫ দশমিক ৮৬ শতাংশ্ যা প্রথম প্রান্তিকে ছিল ৫ দশমিক ৯১ শতাংশ।
(সারাবাংলা/জেজে/জেএএম)

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন