বিজ্ঞাপন

টাইমস আপ আন্দোলন

January 2, 2018 | 5:37 pm

এন্টারটেইনমেন্ট ডেস্ক

বিজ্ঞাপন

অনেক হয়েছে, এখনই সময়। হলিউডে বিনোদন মাধ্যমসহ বিভিন্ন কর্মক্ষেত্রে নারীদের যৌন হয়রানির বিরুদ্ধে শুরু হয়েছে এ আন্দোলন। এতে একসঙ্গে যোগ দিয়েছেন তিনশ’রও বেশি অভিনয়শিল্পী, পরিচালক ও প্রযোজক।

সবাই মিলে এই পদক্ষেপের নাম দিয়েছেন ‘টাইমস আপ’। নামকরা ম্যাগাজিন টাইমস-এ আন্দোলনের ঘোষণা ছাপিয়েছেন তারা।

কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার অনেক নারী তাদের কথা বলার সুযোগ পায় না। অনেকে আবার অর্থের অভাবে নিতে পারে না কোনো পদক্ষেপ। সেসব নারীকে সাহায্য করবে ‘টাইমস আপ’।

বিজ্ঞাপন

আইনী প্রক্রিয়াসহ বিভিন্ন কাজে আর্থিক সাহায্যের জন্য শুরু হয়েছে অর্থ সংগ্রহ। ১৫ মিলিয়ন ডলারের লক্ষ্য পুরণে মাঠে নেমেছেন জনপ্রিয় অভিনেত্রী নাটালি পোর্টম্যান, কেট ব্ল্যানচেট, এমা স্টোনসহ অনেকে। এরইমধ্যে তারা সংগ্রহ করে ফেলেছেন ১৩ মিলিয়ন ডলার। কাজ চলছে পুরোদমে।

‘টাইমস আপ’ আন্দোলনকে অনেকে বলছেন ‘বৈষম্যের আন্দোলন’। সম্প্রতি হলিউডের একাধিক প্রযোজক-পরিচালকের নামে যৌন হয়রানির ঘটনা প্রকাশের পর নড়েচড়ে বসেছেন সবাই। বিশেষ করে হলিউডের বিনোদন মাধ্যমে কাজ করা নারীরা। বিদায়ী বছর জুড়েই টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম সরগরম ছিল হলিউড অভিনেত্রীদের অভিযোগে।

সারাবাংলা/পিএ/কেবিএন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন