বিজ্ঞাপন

বিশ্ব দাবা অলিম্পিয়াডে জিয়ার জয়, ফাহাদের ড্র

September 28, 2018 | 3:01 pm

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

ঢাকা: জর্জিয়ার বাতুমি শহরে চলমান ৪৩তম বিশ্ব দাবা অলিম্পিয়াডের চতুর্থ রাউন্ডে ভালো অবস্থানেই আছে বাংলাদেশ। জয় পেয়েছেন গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান। ড্র করেছেন ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাতে ম্যাচগুলো অনুষ্ঠিত হয়।

ওপেন বিভাগে ৬৪ নং সিডেড বাংলাদেশ দল ২-২ গেম পয়েন্টে ৫৭ নং সিডেড আলজেরিয়ার সাথে ড্র করে। ওপেন বিভাগে বাংলাদেশ দলের পক্ষে গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান (রেটি-২৪৭৭) আলজেরিয়ার গ্র্যান্ড মাস্টার রিজোক আইমেন (রেটি-২৪৪৫)-কে পরাজিত করেন। গ্র্যান্ড মাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব (রেটি-২৪৭২) আলজেরিয়ার গ্র্যান্ড মাস্টার বেল্লাসিনে বিলেলের (রেটি-২৫০১) সাথে ও ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান (রেটি-২২৬৩) আন্তর্জাতিক মাস্টার আরব আদলেনের সাথে (রেটি-২৪৮২) সাথে ড্র করেন। গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব (রেটি-২৪৫২) ভাল অবস্থান পেয়েও আন্তর্জাতিক মাস্টার বেলোউয়াদাহ সাদের (রেটি-২৪১৩) কাছে হেরে যান।

বিজ্ঞাপন

চতুর্থ রাউন্ডের খেলা শেষে ওপেন বিভাগে বাংলাদেশ দল ৪ খেলায় ৫ পয়েন্ট অর্জন করেছে। ৬০ সিডেড বাংলাদেশ মহিলা দল গতকাল চতুর্থ রাউন্ডের খেলায় ৪০ সিডেড এস্তোনিয়ার কাছে ০.৫-৩.৫ গেম পয়েন্টে হেরে গেছে।

বাংলাদেশ মহিলা দলের পক্ষে মহিলা ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিন (রেটিং-১৯৭৪) এস্তোনিয়ার সিগানোভা মনিকার (রেটিং-২১০২) সাথে ড্র করেন। আন্তর্জাতিক মহিলা মাস্টার শামীমা আক্তার লিজা (রেটিং-২১৫২) আন্তর্জাতিক মহিলা মাস্টার নারভা মাইয়ের কাছে (রেটিং-২৩২০), মহিলা ফিদে মাস্টার তনিমা পারভীন (রেটিং-২০২২) মহিলা ফিদে মাস্টার ওলগে মার্গারেথের কাছে (রেটিং-২১০২) কাছে ও আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ (রেটিং-১৯০৯) মহিলা ফিদে মাস্টার নারভা ট্রিইনের কাছে (রেটিং-২১১৩) হেরে যান। বাংলাদেশ মহিলা দল ৪ খেলায় ৪ পয়েন্ট অর্জন করেছে।

বিজ্ঞাপন

আজ (শুক্রবার) পঞ্চম রাউন্ডের খেলা বাংলাদেশ সময় বিকাল ৫-০০ (পাঁচ) টায় শুরু হবে। আজ পঞ্চম রাউন্ডের খেলায় ওপেন বিভাগে বাংলাদেশ দল মাদাগাস্কারের সাথে এবং মহিলা বিভাগে বাংলাদেশ মহিলা দল সিঙ্গাপুরের মহিলা দলের সাথে খেলবে।

সারাবাংলা/জেএইচ

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
চবি ছাত্রকে মারধরের পর হলের ছাদ থেকে ফেলা চেষ্টার অভিযোগহিট স্ট্রোকের ঝুঁকি কমাতে স্বাস্থ্য অধিদফতরের ৪ নির্দেশনাঢাকার পয়ঃবর্জ্য-গ্যাস লাইন পরীক্ষায় কমিটি গঠনের নির্দেশরানা প্লাজা ধস: ভুক্তভোগীদের পুনর্বাসন ও মামলা নিষ্পত্তির দাবিগরমে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনা সৃষ্টির প্রতিশ্রুতি ডিএমপিরকল্পনা চাকমা অপহরণ মামলা ২৮ বছর পর খারিজব্যাংক একীভূতকরণের নামে ঋণ খেলাপিদের দায়মুক্তি দেওয়া হচ্ছেন্যাপ বাস্তবায়নের জন্য চাই রাজনৈতিক সদিচ্ছা ও আইনি ভিত্তিকাদেরকে নিয়ে মন্তব্য, যাত্রী কল্যাণের মহাসচিবের বিরুদ্ধে জিডিজাহাজেই ফিরবেন ২৩ নাবিক, চলছে কয়লা খালাস সব খবর...
বিজ্ঞাপন