‘দেবী’র অভিনব প্রচারণা
September 29, 2018 | 7:13 pm
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট।।
সময়ের কাটা ঘুরছে। এগিয়ে আসছে ‘দেবী’ মুক্তির ক্ষণ। অক্টোবরে পর্দায় আসবে দেবী। সে লক্ষ্যে চলছে জোর প্রচারনা। ছবির প্রযোজক জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তিনি চাইছেন সব ধরনের মানুষের কাছে দেবীর আগমনী বার্তা পৌছে দিতে।
সেই উদ্দেশ্যে শুক্রবার (২৮ সেপ্টেম্বর) যমুনা ফিউচার পার্কের সেন্টার কোর্টে ‘দেবী মঞ্চ’ স্থাপন করা হয়। সেখানে দেশব্যাপী প্রায় সাড়ে চার হাজার প্রতিযোগির মধ্য থেকে প্রাথমিকভাবে ১০০ জন নির্বাচন করা হয়। পরবর্তীতে বিচারকদের রায়ে মনোনীত ২৫ জন নতুন মডেলকে সঙ্গে নিয়ে জয়া আহসান, চঞ্চল চৌধুরী ও শবনম ফারিয়া র্যাম্পে হাঁটেন।
‘দেবী’ সিনেমার আবহ সংগীত ও গানে পুরো যমুনা ফিউচার পার্কের সেন্টার কোর্টে মোহনীয় এক পরিবেশ তৈরী হয়েছিল।
‘দেবী মডেল হান্ট’-এর বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন কাজী কামরুল ইসলাম, আসিফ খান, অপি করিম, বিপ্লব সাহা, রুখসানা আলী হীরা এবং মিলি।
আয়োজনের কোরিওগ্রাফিতে ছিলেন ইভান শাহরিয়ার সোহাগ ও রিজভী হোসেন। পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন রুম্মান রশীদ খান ও শান্তা ফারজানা।
হুমায়ূন আহমেদ এর মিসির আলী সিরিজের প্রথম উপন্যাস ‘দেবী’ অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। সিনেমাটি নির্মানের জন্য সরকারী অনুদান পান জয়া আহসান। এটি পরিচালনা করেছেন অনম বিশ্বাস।
সারাবাংলা/আরএসও/পিএম
আরো দেখুন :
https://www.youtube.com/watch?v=Vlz9HVc3_tY