বিজ্ঞাপন

ঘরের মাটিতে বাংলাদেশের রেকর্ড মনে করিয়ে দিচ্ছেন হ্যালসল

January 3, 2018 | 7:17 pm

স্টাফ করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

দক্ষিণ আফ্রিকা সফরটা ভালো যায়নি একদমই। অচেনা কন্ডিশনে বাংলাদেশ ব্যাট আর বল দুটোই যেন ভুলে গিয়েছিল। নতুন বছরে বাংলাদেশের মিশন শুরু দেশের মাটিতে, চেনা কন্ডিশনে। সহকারী কোচ রিচার্ড হ্যালসল সেটিই মনে করিয়ে দিয়েছেন আজ।

জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার সঙ্গে ত্রিদেশীয় সিরিজ দিয়েই নতুন বছরের শুরুটা হচ্ছে বাংলাদেশের। মূল কোচ চন্ডিকা হাথুরুসিংহে নেই, অনেকটুকুই দায়িত্ব তাই বর্তাচ্ছে সহকারী কোচ রিচার্ড হ্যালসলের ওপর। তবে হ্যালসল মনে করিয়ে দিয়েছেন, দেশের মাটিতে বাংলাদেশ বাড়তি আত্মবিশ্বাস নিয়েই নামবে।

‘আমার মনে হয় এখন খেলোয়াড়দের মনে রাখা উচিত ওরা কতটা কোন জায়গায় আসলে বেশি ভালো। দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার মতো জায়গায় আপনার ভোগার একটা সম্ভাবনা থাকেই। তখন আপনার মনযোগটাও অন্যরকম হয়। আবার নিজের দেশের মাটিতে আপনার মনে রাখতে হবে, আপনি এখানে দুর্দান্ত। আমাদের কিছু অসাধারণ খেলোয়াড় আছে, এখানে কী করতে হবে তারা সেটা জানে। দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার মতো জায়গায় যেমন খেলেছে, তারা এখানে তেমন খেলবে না। ওই স্বাধীনতা নিয়ে খেললে তারা অসাধারণ একটা দল।’

বিজ্ঞাপন

দেশের মাটিতে বিশেষ করে ওয়ানডেতে গত কয়েক বছরের রেকর্ডও এই ফিল্ডিং কোচের অজানা নয়, ‘আমি ভুল না করলে ইংল্যান্ড ছাড়া গত তিন বছর এখানে কেউ আমাদের হারাতে পারেনি। চট্টগ্রামে ইংল্যান্ডকে হারালে আমরাই সিরিজ জিততাম। আমাদের দলটা ওয়ানডেতে খুবই অভিজ্ঞ এবং স্থিতিশীল। বিশেষ করে শ্রীলঙ্কার চেয়ে আমাদের দলটা বেশি গোছানো।’

শ্রীলঙ্কার সাম্প্রতিক দুর্দশাও অজানা নেই হ্যালসলের, ‘আমার মনে হয় ভারতের মতো শক্তিশালী দলের সঙ্গে শ্রীলঙ্কা কেমন ভুগেছে সেটা আমরা সবাই দেখেছি। শ্রীলঙ্কা দলে ভালো খেলোয়াড় আছে, কিন্তু খেলা হবে মিরপুরে।’

বাংলাদেশ ফেবারিট কি না, এই প্রশ্নে হ্যালসল তাই দ্ব্যর্থহীন ভাষাতেই হ্যাঁ বলে দিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/ এএম

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন