বিজ্ঞাপন

‘হিমু’কে নিয়ে ছবি বানানোর ইচ্ছা সৃজিতের!

October 11, 2018 | 2:37 pm

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

মিসির আলিকে নিয়ে চলচ্চিত্র বানানোর ইচ্ছে ছিল সৃজিত মুখার্জীর। হলো না। তার আগেই অনম বিশ্বাস ‘দেবী’ উপন্যাস থেকে সিনেমা নির্মাণ করে ফেলেছেন। যেখানে অভিনয় করেছেন সৃজিতের ‘বিশেষ বন্ধু’ জয়া আহসান। ছবিটির প্রচারণার জন্য এক ভিডিও বার্তায় এসব কথা বলেছেন সৃজিত। সেই সঙ্গে হুমায়ূন আহমেদ সৃষ্ট চরিত্র ‘হিমু’কে নিয়ে সিনেমা নির্মাণের ইচ্ছাপোষণ করেন ‘অটোগ্রাফ’ খ্যাত এই নির্মাতা।


আরও পড়ুন :  ‘হালদা’র ঘরে গ্র্যান্ড প্রিক্স


সৃজিত বলেন, ‘মিসির আলি প্রথমবার পর্দায় আসছেন। বাংলা সাহিত্যের যারা গুণমুগ্ধ ভক্ত, যেমন আমি, তাদের জন্য এটি একটি বিশাল সুখবর। মিসির আলি চরিত্র নিয়ে আমার কাজ করার খুবই ইচ্ছে ছিল। মিসির আলি ফস্কে গেলো। আশা করছি হিমু চরিত্রটি নিয়ে কিছু একটা করতে পারব।’

‘বাইশে শ্রাবণ’ সিনেমার এই তারকা নির্মাতা আরও বলেন, ‘আমি টিজার দেখে ফেলেছি। বলার অপেক্ষা রাখে না যে এটা একটি চমৎকার কাজ। নিস্তব্ধার খুব ভালো প্রয়োগ ও ব্যবহার দেখলাম আমি টিজারে। সত্যিই আমি উন্মুখ হয়ে বসে আছি কবে মুক্তি পাবে এবং কবে আমি দেখতে পাবো ছবিটা। সি ফর সিনেমা এবং জয়া, দুজনকেই জানাই শুভকামনা।’

বিজ্ঞাপন

এর আগে জয়াকে নিজের ‘বিশেষ বন্ধু’ বলেও পরিচয় দেন সৃজিত।

প্রসঙ্গত, আগামী ১৯ অক্টোবর বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘দেবী’। এরপর দেশের বাইরে আগামী ১০ নভেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরের প্রেক্ষাগৃহে ছবিটির প্রদর্শনী হবে। এতে জয়া আহসান ছাড়াও চঞ্চল চৌধুরী, অনিমেষ আইচ, ইরেশ যাকের ও শবনম ফারিয়া অভিনয় করেছেন।

বিজ্ঞাপন

Our favurite Srijit Mukherji sending his best wishes for Debi.

তিনি একাধারে একজন চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার, অভিনেতা, গীতিকার, অনুষ্ঠান সঞ্চালক। সেই সাথে অর্থনীতিবীদ কিংবা পরিসংখ্যানবীদ বললেও ভুল হবে না। অর্থনীতিতে এম.ফিল ও পিএইচডি করা সৃজিত মুখার্জি এ মুহূর্তে পশ্চিমবঙ্গের সেরা পরিচালকদের একজন। ২০১০ সালে বানিজ্যিকভাবে সফল ও সমালোচকদের কাছে প্রশংসিত ‘অটোগ্রাফ’ চলচ্চিত্রের মাধ্যমে তার সাথে আমাদের পরিচিতি হয়। এরপর ৮ বছরে ১২ট চলচ্চিত্র নির্মাণ করেন, যার মধ্যে বাইশে শ্রাবণ, হেমলক সোসাইটি, জাতিস্মর, চতুষ্কোণ, রাজকাহিনী, উমা আমাদের মুগ্ধ করে। তিনি পরিচালনা করেন বিদ্যা বালানকে নিয়ে ‘রাজকাহিনী’র হিন্দি রিমেক ‘বেগম জান’। ‘চতুষ্কোন’-এর জন্য সেরা পরিচালক এবং চিত্রনাট্যকার হিসেবে ভারতের রাষ্ট্রীয় পুরস্কার জেতা এই গুণী নির্মাতার ‘রাজকাহিনী’ এবং মুক্তি প্রতীক্ষিত ‘এক যে ছিল রাজা’ চলচ্চিত্রে অভিনয় করেছেন আমাদের ‘রানু’ জয়া আহসান। আসছে ১২ অক্টোবর পশ্চিমবঙ্গে মুক্তি পাবে ‘এক যে ছিল রাজা’। আর তার পরের সপ্তাহে বাংলাদেশে মুক্তি পাচ্ছে জয়া আহসান প্রযোজিত ‘দেবী’। ‘দেবী’র জন্য সৃজিত মুখার্জি বিশেষ এক বার্তা পাঠিয়েছেন। সৃজিত মুখার্জি, অনেক ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই ‘এক যে ছিল রাজা’ নতুন করে আমাদের মুগ্ধ করবে। ভাওয়াল রাজার পর্দা চিত্রায়ণ আমাদের ভাবিয়ে তুলবে। আপনার জন্য, আপনার চলচ্চিত্রের জন্য, ‘দেবী’ পরিবারের পক্ষ থেকে রইলো অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। #Debi_Wish#SrijitMukherji#JayaAhsan #ChanchalChowdhury #AnimeshAich #IreshZaker #SabnamFaria #AnamBiswas

Posted by Debi – Misir Ali Prothombar on Wednesday, 10 October 2018

সারাবাংলা/টিএস/পিএ

বিজ্ঞাপন

আরও পড়ুন :  ছবি নিয়ে আসছেন আমির-দীপিকা?


আরো দেখুন :

সারাবাংলা’য় আড্ডা। অতিথি : সংগীতশিল্পী তপু। উপস্থাপনা : পলাশ মাহবুব

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন