বিজ্ঞাপন

ট্রান্সকম চেয়ারম্যান লতিফুরকে দুদকে তলব

October 11, 2018 | 5:02 pm

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লতিফুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক।

আগামী ১৮ অক্টোবর সকাল ১০টায় লতিফুর রহমানকে দুদকের সেগুন বাগিচা কার্যালয়ে ডাকা হয়েছে। বৃহস্পতিবার (১১ অক্টোবর) দুদক’র উপ-পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা নাসির উদ্দিন এ সংক্রান্ত চিঠি দেন।

অভিযোগের সংক্ষিপ্ত বিবরণীতে উল্লেখ করা হয়, লতিফুর রহমান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে গ্রুপভুক্ত বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের গ্যাস বিল, বিদ্যুৎ বিল ও ভ্যাট ফাঁকি দিয়ে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও বিভিন্ন দেশে অর্থপাচার এবং অবৈধ উপায়ে সরকারি জমি দখলে রাখার অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন

নোটিশে ১৮ অক্টোবর লতিফুর রহমানকে তার জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের সত্যায়িত ফটোকপিসহ দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে উপস্থিত হতে অনুরোধ করা হয়েছে ।

কমিশনের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) প্রণব কুমার ভট্টাচার্য সারাবাংলাকে এসব তথ্য জানিয়েছেন।

সারাবাংলা/ইএইচটি/এটি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন