বিজ্ঞাপন

অসুস্থ রাবেয়ার পাশে পড়ে আছে কবিতার পাণ্ডুলিপি

January 4, 2018 | 4:26 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

ঢাকা : একদিন আগেও যে গানে-কবিতায় প্রতিবাদী ছিলেন আজ তিনি অসুস্থ হয়ে পড়ে আছেন ফুটপাতে। পাশে স্যালাইনের স্ট্যান্ড। হাতের নিচে অনাদরে পড়ে আছে ভ্যানিটি ব্যাগটি। যা থেকে দেখা যায়, নিজ হাতে লেখা ‘পাণ্ডুলিপি’। ক্ষীণ কণ্ঠে বললেন, ‘আমার অবস্থা বেশি ভালো না ভাই।’

বলা হচ্ছে- রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ অনশনরত সেই রাবেয়া বসরীর কথা। যিনি সাতক্ষীরার তালা উপজেলার একটি বিদ্যালয়ের শিক্ষক। টানা পাঁচদিনের আমরণ অনশনে এখন তিনি গুরুতর অসুস্থ।

বৃহস্পতিবার দুপুরে গিয়ে দেখা যায়, কয়েকজন নারী শিক্ষকের মধ্যে গুটিসুটি মেরে শুয়ে আছেন রাবেয়া। পাশের এক সহযোদ্ধা তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। সারাবাংলার এ প্রতিবেদকের কথার আওয়াজ শুনে কষ্ট করে চোখ খুললেন রাবেয়া। ক্ষীণকণ্ঠে তিনি বলেন, সকাল থেকে অসুস্থ হয়ে পড়েছি। প্রেসার একেবারে কমে গেছে। মাথা ঘুরাচ্ছে। আমার অবস্থা বেশি ভালো না ভাই।

বিজ্ঞাপন

গত ২৬ ডিসেম্বর শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে আসছে নন-এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী ফেডারেশন।

গত ৩১ ডিসেম্বর থেকে তারা আমরণ অনশনের ডাক দেয়। একদিন ফুটপাতে বসেই অনেক গান ও কবিতা রচনা করেন রাবেয়া বসরী।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএস/টিএম/একে

 

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন