বিজ্ঞাপন

চট্টগ্রামে কাঁচা বসতঘরের কলোনিতে অগ্নিকাণ্ড

October 20, 2018 | 10:14 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর রসুলবাগ আবাসিক এলাকায় কাঁচা বসতঘরের একটি কলোনিতে আগুন লেগেছে।

শনিবার রাত ৮ টা ৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। রাত ৯ টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে সারাবাংলাকে জানিয়েছেন চট্টগ্রামের ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক জসিম উদ্দিন।

তবে রসুলবাগ আবাসিক এলাকার সড়কে চট্টগ্রাম সিটি করপোরেশনের নালা সংস্কারের কারণে আগুন পুরোপুরি নেভাতে বেগ পেতে হচ্ছে, এমনটাই সারাবাংলাকে জানিয়েছেন ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দী।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমাদের ৯টি গাড়ি ঘটনাস্থলে এসেছে। তিনটি গাড়ি আমরা যেখানে আগুন লেগেছে তার কাছাকাছি নিয়ে যেতে পেরেছি। বাকিগুলো নালা সংস্কারের জন্য খুঁড়ে ফেলা রাস্তায় আটকে গেছে। এজন্য আগুন নেভাতে সময় লাগছে।

স্থানীয়রা জানিয়েছেন, গ্যাস সিলিণ্ডার বিস্ফোরণের পর আগুন লেগেছে।

তবে এই বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন জসিম উদ্দিন।

বিজ্ঞাপন

অগ্নিকাণ্ডে কয়টি ঘর পুড়েছে বা ক্ষয়ক্ষতির পরিমাণ আগুনে পুরোপুরি নেভার আগ পর্যন্ত বলা সম্ভব নয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

সারাবাংলা/আরডি/ একে

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন