বিজ্ঞাপন

‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস-২০১৮’ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন

October 21, 2018 | 3:55 pm

।। জবি করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

‘অদম্য তের বছর’ স্লোগানকে সামনে রেখে আগামীকাল উদযাপন করা হবে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস-২০১৮’। বিশ্ববিদ্যালয়ের ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোমবার (২২ অক্টোবর) দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রোববার (২১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস: গৌরব ও সাফল্যের ১৩ বছর

বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ৯.১০ মিনিটে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং সকাল ৯.১৫ মিনিটে বেলুন ও পায়রা উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের শুভ উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

বিজ্ঞাপন

এরপর, সকাল ৯.৩০ মিনিটে প্রতিষ্ঠা বার্ষিকীর সুসজ্জিত র‌্যালিটি উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে সমবেত হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে রায়সাহেব বাজার মোড় হয়ে ক্যাম্পাসে এসে সমাপ্ত হবে।

সকাল ১০:৩০ মিনিটে সামাজিক বিজ্ঞান ভবন চত্বরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বেলা ১২:০০ মিনিটে নতুন একাডেমিক ভবনের নিচতলায় বার্ষিক চারুকলা প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

এছাড়াও দিনব্যাপী ভাষা শহীদ রফিক ভবনের নিচতলায় প্রকাশনা প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানসমূহে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রী, অভিভাবক, শুভানুধ্যায়ী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে জবি ক্যাম্পাস সেজেছে নতুন সাজে। আলোকসজ্জা করা হয়েছে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনগুলো। সরেজমিনে দেখা যায়, লাল-নীল আলোয় ভরিয়ে তোলা হয়েছে প্রশাসনিক ভবন, শান্ত চত্বর, অবকাশ ভবন, রফিক ভবন।

ক্যাম্পাসে থাকছে কনসার্টের আয়োজন। দর্শক-শ্রোতাদের মন মাতাতে সংগীত পরিবেশন করবেন, ঐশি, তানজীব সারওয়ার, কাজী শুভ ও কর্ণিয়াসহ জনপ্রিয় শিল্পীরা।

সারাবাংলা/জেআর/এনএইচ

বিজ্ঞাপন

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন