বিজ্ঞাপন

মা ইলিশ ধরায় ৫২ জেলে আটক, মৎস কর্মকর্তা ও পুলিশসহ আহত ১৬

October 23, 2018 | 5:12 pm

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

শরীয়তপুর: সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে শরীয়তপুর থেকে ৫২ জন জেলেকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ অক্টোবর) সকাল ১০টা পর্যন্ত নড়িয়া উপজেলায় প্রায় ৪ ঘণ্টাব্যাপী অভিযান চালায় মৎস্য বিভাগ, নড়িয়া থানা পুলিশ ও সুরেশ্বর নৌ পুলিশ। অভিযানে প্রায় ১৫০ হাজার কিলোমিটার কারেন্ট জাল ও প্রায় ৩শ’ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

অভিযান শেষে নড়িয়ার বেশাখী পাড়ায় জব্দ করা কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। মাছগুলো বিভিন্ন এতিম খানায় ও গরিবদের মাঝে বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন, উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম মোস্তাফা।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, এর আগে গতকাল (সোমবার) রাতে জাজিরা উপজেলার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালায় মৎস কর্মকর্তা ও পুলিশ। অভিযান চলাকালে জেলেরা হামলা করলে মৎস কর্মকর্তা ও পুলিশসহ ১৬ জন আহত হন।

সারাবাংলা/এটি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন