বিজ্ঞাপন

আফ্রিকার সেরা সালাহ

January 5, 2018 | 6:26 pm

সারাবাংলা ডেস্ক
বাছাইপর্ব থেকে বিশ্বকাপের মূল মঞ্চে মিসরকে নিয়ে যাওয়ার মূল কারিগর মোহাম্মদ সালাহ এবার স্বীকৃতি পেলেন সেরার। আফ্রিকার সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছে লিভারপুল তারকা।

বিজ্ঞাপন

সাদিও মানে ও পিয়েরে-এমেরিক অবামেয়াংকে পেছনে ফেলে সেরার স্বীকৃতি মিলেছে সালাহ’র।

এফএ কাপে একদিকে এভারটনের বিপক্ষে মাঠে নামছে লিভারপুল, ঠিক আগ মুহুর্তে ২০১৭ বছরের সেরা আফ্রিকার ফুটবলারের খেতাব মিলেছে তার। যদিও ইনজুরির কারণে ম্যাচটা খেলতে পারছেন না তিনি।

জাতীয় দলের কোচ, অধিনায়ক, নির্বাচিত অফিসিয়াল আর সাংবাদিকদের ভোটে বর্ষসেরা হয়েছেন সালাহ। কনফেডারেশন্স অব আফ্রিকান ফুটবল অ্যাসোসিয়েশন (সিএএফ) এ পুরস্কার দিয়েছে। ভোটে সর্বোচ্চ ৬২৫ ভোট পেয়ে ২০১৭ সালের বর্ষসেরা আফ্রিকান খেলোয়াড়ের পুরস্কার জেতেন সালাহ।

বিজ্ঞাপন

৫০৭ ভোট পেয়ে সালাহ’র ক্লাব সতীর্থ ও সেনেগাল অধিনায়ক সাদিও মানে হয়েছেন রানার্সআপ। বরুশিয়া ডর্টমুন্ডের গ্যাবনিজ তারকা পিয়েরে-এমেরিক অবামেয়াং তৃতীয় নির্বাচিত হয়েছে ৩১১ ভোট পেয়ে।

গত বছরটা ভালোই কেটেছে সালাহর। ৫৭ ম্যাচে ৩৬ করাসহ চলমান মৌসুমে লিভারপুলের হয়ে এখন পর্যন্ত ২৩ বার জালে বল জড়িয়েছেন তিনি।

মাহমুদ আল খাতিবের পর মিসরের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে এ পুরস্কার জিতেছেন সালাহ।
সারাবাংলা/জেএইচ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন