বিজ্ঞাপন

২০১৭’য় সড়কে নিহত ৪২৮৪ জন

January 6, 2018 | 12:12 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

ঢাকা : ২০১৭ সালে দেশের বিভিন্ন সড়কে প্রাণহানি ঘটেছে ৪ হাজার ২৮৪ জনের। যা আগের বছরে তুলনায় ২৫.৬ শতাংশ বেশি। এই সময় সড়ক দুর্ঘটনা ঘটেছে ৩ হাজার ৪৭২ টি। যা আগের বছরের তুলনায় প্রায় ১৬ শতাংশ বেশি। প্রতিটি দুর্ঘটনায় গড়ে ১.২ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১৬ জন নারী এবং ৫৩৯ জন শিশু। এসব সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত এবং ৯ হাজার ১১২ জন।

বেপরোয়া গাড়ি চালানো, বিধি বহির্ভূত ওভারলোডিং, ওভারটেকিং এসব দুর্ঘটনার প্রধানতম কারণ।

নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির (এনসিপিএসআরআর) বার্ষিক জরিপ ও পর্যবেক্ষণ প্রতিবেদন ২০১৭ থেকে এসব তথ্য জানা গেছে। ২২টি জাতীয় দৈনিক, ১০টি আঞ্চলিক সংবাদপত্র এবং ৮ টি অনলাইন নিউজপোর্টাল ও সংবাদ সংস্থার তথ্য-উপাত্তের ভিত্তিতে এনসিপিএসআরআর এই প্রতিবেদন তৈরি করেছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএকে/এমএম

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন