বিজ্ঞাপন

বন্ধ ঘরে জমে থাকা গ্যাস থেকে আগুন: দগ্ধ দুই শিশুর মৃত্যু

November 1, 2018 | 10:31 am

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় বন্ধ থাকা বাসায় জমে থাকা গ্যাস বিস্ফোরণে অগ্নিদগ্ধ হওয়া দুই শিশু রাজিয়া সুলতানা মিম (১১) ও তামিম (৩) মারা গেছেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায়  বৃহস্পতিবার (০১ নভেম্বর) সকালে তাদের মৃত্যু হয় বলে জানান কর্তব্যরত চিকিৎসক। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত এএসআই আলাউদ্দিন তালুকদার সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

একই ঘটনায় দগ্ধ আরও তিনজন হলেন, তামিমের মা সোনিয়া আক্তার (২৬) ও ভাই ইয়ামিন (১) এবং প্রতিবেশী রুবি আক্তার (১৬)।

বিজ্ঞাপন

এদের মধ্যে রুবির অবস্থার গুরুতর অবনতি হওয়ায় বৃহস্পতিবার সকালে তাকে ঢাকায় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে নেওয়া হয়েছে বলে জানান এএসআই আলাউদ্দিন তালুকদার।

আরও পড়ুন: বন্ধ ঘরে জমে থাকা গ্যাস থেকে আগুন, দগ্ধ ৫

এর আগে বুধবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার আমানবাজার এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশের ভাষ্যমতে, সেখানে একটি ভবনের তিনতলার বাসায় বুধবার নতুন ভাড়াটিয়া আসেন। বাসাটি দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় সেখানে গ্যাস জমে গিয়েছিল। নতুন ভাড়াটিয়া আসার পর সেই বাসায় ম্যাচের কাঠি জ্বালানোর সঙ্গে সঙ্গে আগুন লেগে যায়। এতে দুই নারী ও তিন শিশুসহ পাঁচজন দগ্ধ হন।

বিজ্ঞাপন

অগ্নিদগ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

সারাবাংলা/আরডি/এনএইচ

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন