বিজ্ঞাপন

সিয়ামের মুখে কিসের প্রতিচ্ছবি?

November 5, 2018 | 2:23 pm

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

একটি স্বাধীন দেশ। নানা পথ আর নানা মত। শুরু হয় দ্বন্দ্ব-সংঘাত। ক্ষমতার লোভে কিছু মানুষ দেশের মানচিত্র পুড়িয়ে ফেলে পৈশাচিক আনন্দে মাতে। স্থবির করে দিতে চায় পুরো দেশ। তাতে বলি হয় সাধারণ মানুষ। কিন্তু মানুষের জীবন তো ক্ষমতা পরিবর্তনের হাতিয়ার হতে পারেনা। সেকারণে এই স্লোগানকে সামনে রেখে প্রকাশ করা হলো ‘দহন’ সিনেমার পোস্টার।


আরও পড়ুন :  ফোক ফেস্ট শুরু ১৫ নভেম্বর


পোস্টারে পোড়া মানচিত্রের ভেতর দিয়ে এক চোখে হিংস্রভাবে তাকিয়ে আছেন সিয়াম। যেন দেশের মানচিত্রকে পুড়িয়ে ফেলা হায়েনা তিনি। নিশ্চিহ্ন করে দিতে চান বাংলাদেশের মানচিত্র।

সিনেমাটির কাহিনী গড়ে উঠেছে কয়েক বছর আগে বাংলাদেশের অস্থির সময়ের একটি সত্য ঘটনাকে কেন্দ্র করে। এটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা রায়হান রাফি।

বিজ্ঞাপন

এতে কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ এবং পূজা চেরী। প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া। চলতি মাসে ‘দহন’ মুক্তি পাওয়ার কথা থাকলেও পিছিয়ে যায়। ইতোমধ্যে সিনেমার টিজার ও দুটি গান প্রকাশ পেয়েছে। যা দর্শকের মাঝে সাড়া ফেলে দিয়েছে। তারিখ চূড়ান্ত না হলেও প্রযোজনা প্রতিষ্ঠান বলছে ডিসেম্বরে মুক্তি পাবে ছবিটি।

সারাবাংলা/আরএসও/পিএ


আরও পড়ুন :

‘জিরো’র প্রচারণায় সালমান খান

ঢাকায় আসছেন শংকর-এহসান-লয়

বলিউডের খলনায়ক এবার বাংলাদেশের সিনেমায়

ভূপেন স্মরণে ‘আজ জীবন খুঁজে পাবি’


বিজ্ঞাপন

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন