বিজ্ঞাপন

এলএনজি পাইপলাইনে ত্রুটি: গ্যাস সংকট থাকবে আরও ৯ দিন

November 6, 2018 | 3:23 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

চট্টগ্রাম ব্যুরো: আবাসিক খাতে সংকট কমাতে চট্টগ্রামে তিনটি বিদ্যুৎকেন্দ্র ও একটি সার কারখানায় গ্যাস সরবারহ বন্ধ করে দিয়েছে কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল)। চট্টগ্রাম অঞ্চলের সিএনজি স্টেশনগুলোকেও ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখতে বলা হয়েছে। এরপরও ঢাকা-চট্টগ্রামে আরও অন্তত আট থেকে ৯ দিন গ্যাস সংকটের ভোগান্তি পোহাতে হবে বলে মনে করছেন কেজিডিসিএল কর্মকর্তারা।

কেজিডিসিএল ব্যবস্থাপক (রক্ষণাবেক্ষণ) অনুপম সাহা সারাবাংলাকে বলেন, ‘যে সমস্যা হয়েছে, সেটা সারাতে আট থেকে ৯ দিন লাগবে। সেক্ষেত্রে ১৫ নভেম্বর থেকে গ্যাস সরবরাহ আবারও স্বাভাবিক করতে পারব বলে মনে করছি। পেট্রোবাংলা থেকেও আমাদের এই সময়ের কথা জানানো হয়েছে।’

আরও পড়ুন- এলএনজি সরবরাহে ঘাটতি, ঢাকা ও চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট

কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানি সূত্র জানায়, মহেশখালীতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) টার্মিনালের অদূরে পাইপলাইনে ত্রুটি দেখা দিয়েছে। সাগরের তলদেশে পানির প্রায় ৪০ মিটার নিচে পাইপলাইনের হাইড্রলিক সিস্টেম সঠিকভাবে অপারেট করছে না।

বিজ্ঞাপন

এর ফলে গত শনিবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৭টা থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে প্রথমে চট্টগ্রাম অঞ্চলে গ্যাসের তীব্র সংকট দেখা দেয়। পরে তা রাজধানী ঢাকাতেও ছড়িয়ে পড়েছে।

ত্রুটি চিহ্নিত হওয়ার পর রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড (আরপিজিসিএল) এখন সেটি মেরামতের প্রক্রিয়া চালাচ্ছে বলে জানিয়েছেন অনুপম সাহা।

‘বিদেশ থেকে ডুবুরি আনার সব প্রস্তুতি শেষ হয়েছে। দুই-তিন দিনের মধ্যে তারা এসে কাজে যোগ দেবেন। ডুবুরি এসেই যেন কাজ শুরু করতে পারে, সেজন্য আনুষাঙ্গিক সব কাজ করে রাখা হচ্ছে। প্রকৌশলীরাও প্রস্তুত আছেন।’

বিজ্ঞাপন

এর আগে, গত ১৮ আগস্ট থেকে শুরু হয় আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) সরবরাহ। প্রতিদিন ৩২৫ থেকে ৩৪০ মিলিয়ন ঘনফুট এলএনজি পাওয়া যাচ্ছিল।

কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক খায়েজ আহম্মদ মজুমদার বলেন, সংকট শুরুর পর জাতীয় গ্রিড থেকে ১৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাচ্ছে। এ অবস্থায় সামগ্রিক চাহিদা পূরণ কঠিন হয়ে পড়েছে।

অনুপম সাহা বলেন, ‘তিনটি বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ বন্ধ করেছি। সিইউএফএল-এও গ্যাস সরবরাহ বন্ধ করেছি। সিএনজি স্টেশনগুলোকে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখতে বলেছি। এতে করে আবাসিকে সমস্যা কিছুটা কমবে।’

সারাবাংলা/আরডি/টিআর

বিজ্ঞাপন

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন