বিজ্ঞাপন

শাকিবের সঙ্গে সাংবাদিকদের ভুল বোঝাবুঝি

November 9, 2018 | 1:38 pm

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

আবারও আলোচনায় শাকিব খান। তবে এবার সিনেমার জন্য নয়। তার বিরুদ্ধে অভিযোগ, সাংবাদিকদের লাঞ্ছিত করেছেন তিনি। বৃহস্পতিবার (৮ নভেম্বর) এক ঘটনাকে কেন্দ্র করে তিনি কয়েকজন বিনোদন সাংবাদিককে লাঞ্ছিত করেছেন, এমন সংবাদে সয়লাব সামাজিক যোগাযোগ মাধ্যম। লাঞ্ছিতদের দাবি শুটিংয়ের খবর সংগ্রহের জন্য ভিডিও ধারণ করার সময় অযৌক্তিকভাবে শাকিব খান তেড়ে আসেন। অশ্লীল ভাষায় গালাগাল করেন।

বিষয়টি জানতে যোগাযোগ করা হয় পরিচালক শামীম আহমেদ রনির সঙ্গে। তার পরিচালিত ‘শাহেনশাহ’ সিনেমার শুটিং সেটে এই ঘটনা ঘটে।

রনি সারাবাংলাকে বলেন, ‘এফডিসিতে সহকারি পরিচালকদের একটি সংগঠন রয়েছে। আমার সিনেমার সহকারি পরিচালক সিডাবের সদস্য নন। সেকারণে তাকে শুটিংয়ে সময় ডেকে নিয়ে যাওয়া হয়। ওদিকে বেলা গড়িয়ে যাচ্ছে। দিনের আলো থাকতে শুটিং করতে না পারলে আড়াই লাখ টাকার ক্ষতি হবে। তাই আমাদের তাড়া ছিল। সহকারি পরিচালককে আসতে দিচ্ছে না দেখে শাকিব খান বিষয়টিতে হস্তক্ষেপ করেন। তখন তাদের সঙ্গে বাকবিতন্ডা হয়। সেই বাকবিতন্ডার দৃশ্য কয়েকজন সাংবাদিক ধারণ করছিলেন। বিষয়টি শাকিব খানের ভালো লাগেনি।’

তিনি আরও বলেন, ‘যখন তাদের কাছে জানতে চাওয় হয় যে, ভিডিও করছে কিনা! তখন তারা মোবাইল লুকিয়ে অস্বীকার করেন। তখন তাদের কাছ থেকে মোবাইল নিয়ে দেখা যায় সত্যিই ভিডিও ধারণ করেছেন। তারপর সেই ভিডিও ডিলিট করে দেয়া হয়।’

বিজ্ঞাপন

পরবর্তীতে সিডাবের সঙ্গে সেই ঝামেলা মিটমাট হয়ে গেছে। তবে শুটিং বিঘ্নিত হয়েছে। শনিবার সেই বিঘ্নিত অংশের শুটিং হবে বলে জানান পরিচালক।

ঘটনার সময় উপস্থিত ছিলেন নিউজজিটোয়েন্টিফোর ডট কম এর সাংবাদিক সুদীপ্ত সাইদ খান। তিনি পুরো ঘটনাটা খুব কাছ থেকে দেখেছেন।

সাইদ সারাবাংলাকে বলেন, ‘একজন সাংবাদিক খবর সংগ্রহ করবেন এটাই স্বাভাবিক। তাই বলে সাংবাদিকদের ওপর চড়াও হওয়া কতোটা সমীচিন? শাকিব খান সিডাবের সদস্যদের সঙ্গে কথাকাটাকাটিতে জড়িয়ে পড়েন। সেটা তো একটা বড় খবর। সেই খবর সাংবাদিক হিসেবে সংগ্রহ করা আমাদের দায়িত্ব। কিন্তু শাকিব খান সাংবাদিক জিয়াউদ্দিন আলমকে লাঞ্ছিত করার পাশাপাশি আমাদের সঙ্গে বাজে ব্যবহার করবেন এটা তো মেনে নেয়া যায় না। তিনি সুপারস্টার। তার এমন ব্যবহার করা উচিত নয়, যেটা আপত্তিকর।’

জিয়াউদ্দীন আলম মিডিয়াভুবন টুয়েন্টিফোর ডট কম এর সাংবাদিক। এছাড়া এ সময় এনটিভি অনলাইনের মাজহার বাবু, আমাদের সময় ডট কমের মুহিব আল হাসান উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরএসও/পিএ

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন