বিজ্ঞাপন

‘বিশ্বকাপ শিরোপা আনতে যাচ্ছে ব্রাজিল’

January 7, 2018 | 7:02 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

ব্রাজিলের বিশ্বকাপ জয়ী সাবেক তারকা রোনালডোর মতে, এবারের বিশ্বকাপ জেতার জন্য তার দেশ ফেভারিট। ব্যাখ্যা করতে গিয়ে দ্য ফেনোমেনন খ্যাত এই তারকা জানান, কোচ তিতে আর স্ট্রাইকার নেইমারের কারণেই রাশিয়া থেকে বিশ্বকাপ শিরোপা আনতে যাচ্ছে ব্রাজিল।

গত বিশ্বকাপ নিজেদের ঘরের মাঠে হলেও জার্মানির বিপক্ষে সেমি-ফাইনালের ম্যাচে ৭-১ গোলে হেরেছিল ব্রাজিল। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা রাশিয়া বিশ্বকাপে তুলনামূলক সহজ গ্রুপেই খেলার সুযোগ পেয়েছে। ‘ই’ গ্রুপে নেইমাররা মুখোমুখি হবে সুইজারল্যান্ড, কোস্টারিকা এবং সার্বিয়ার। তিন প্রতিপক্ষের কেউই ফাইনাল দূরে থাক, কোয়ার্টার ফাইনালের গণ্ডিও পাড়ি দিতে পারেনি। অবশ্য সার্বিয়া সাবেক যুগোস্লাভিয়ার অংশ হিসেবে সেমিফাইনাল খেলেছে।

রোনালডোর বিশ্বাস, চার দলের মধ্যে ব্রাজিল এককভাবেই ফেবারিট। নকআউট পর্বে ব্রাজিলের সঙ্গী হবে কারা, সেটা নিয়ে মাথা ঘামাতে চান না তিনি। বিশ্বকাপ জয়ী এই সাবেক তারকা জানান, ‘ব্রাজিল আবারো শক্তিশালী একটি দল হিসেবে বিশ্বমঞ্চে নামছে। নিজেদেরকে আরও একবার ফেভারিট হিসেবে প্রমাণ করেছে নেইমার-জেসুসরা। ল্যাটিন অঞ্চলের বাছাই পর্বে দুর্দান্ত খেলেছে দলটা। তিতের অধীনে দল একটানা ম্যাচ জিতেছে।’

বিজ্ঞাপন

রোনালডো আরও যোগ করেন, ‘দলকে আরও সুসংবদ্ধ করেছেন তিতে। এখন তারা অপ্রতিরোধ্য। একটি ইউনিট হয়ে খেলতে সমর্থ। তিতে তার খেলোয়াড়দের প্রেরণা দিতে সক্ষম। নেইমারদের সেরাটা বের করে আনতে তার জুড়ি নেই। খেলোয়াড়রা তাকে সম্মান দিতে জানে। আমরা রাশিয়ায় একটি দুর্দান্ত দলকে দেখতে যাচ্ছি।’

বিশ্বকাপের সব আসরে অংশ নেওয়া একমাত্র দল ব্রাজিল। দলের প্রাণভোমরা হিসেবে আছেন নেইমার। এছাড়াও তারকাখ্যাতি পাওয়া জেসুস, পলিনহো, কুতিনহো, আলভেজরা তো আছেনই। রোনালডো বিশেষ করে নেইমারের কথাই জানালেন, ‘নেইমার অসাধারণ খেলোয়াড়। ব্রাজিলের ফুটবল চোখে ভাসলে এ মুহূর্তে নেইমারের চেহারাই ভেসে উঠবে। তার ওপর চাপ থাকবে। তবে, আমি মনে করি না সেই চাপে পড়ে নেইমার দিকভ্রান্ত হবে। সে জানে তার ওপর ব্রাজিলিয়ানদের চাওয়া কতটুকু। যদিও নেইমারের শৃঙ্খলায় সমস্যা আছে, অহেতুক হলুদ কার্ড দেখে দলকে বিপদে ফেলতে পারে সে। কারণ সে এখনও তরুণ।’

পেলে আর রোনালডো যুগের পর আরও একবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে ব্রাজিল। ১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ ও ২০০২ সালের পর নেইমার-জেসুসদের হাতে এবারের শিরোপা উঠবে কি না তা সময়ই বলে দেবে। তার আগে আগামী মার্চে বিশ্ব চ্যাম্পিয়ন জামার্নির বিপক্ষে খেলবে ব্রাজিল। আর বিশ্বকাপের মূল ভেন্যু মস্কোতে আয়োজক-স্বাগতিক রাশিয়ার বিপক্ষে মাঠে নামবে রোনালডো-পেলে-রোনালদিনহো-রিভালদো-জিকোদের উত্তরসূরিরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন