বিজ্ঞাপন

ইউপি চেয়ারম্যান হত্যা মামলার আসামির ‘বন্দুকযুদ্ধে’ মৃত্যু

November 13, 2018 | 1:36 pm

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

বরিশাল: বরিশালের উজিরপুর উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একটি হত্যা মামলার আসামি মারা গেছেন।

সোমবার (১২ নভেম্বর) গভীর রাতে উজিরপুর উপজেলার জল্লার ফুলতলা এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহতের নাম রবিউল ইসলাম ওরফে রুবু। তিনি জল্লা ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ হালদার নান্টু হত্যা মামলার আসামি।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৮ টার দিকে মাদারীপুর বাসস্ট্যান্ড থেকে রবিউলকে গ্রেফতার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে জল্লার ফুলতলা এলাকায় অস্ত্র রাখা আছে বলে পুলিশের কাছে তিনি স্বীকার করেন। পরে রাত পৌনে তিনটার দিকে রবিউলকে নিয়ে ওই এলাকায় অস্ত্র উদ্ধারে গেলে সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে রবিউলকে ছিনিয়ে নেয়। এসময় আত্মরক্ষায় পুলিশ পাল্টা গুলি চালায়। এতে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে একটি পিস্তল, ৩ রাউন্ড গুলি ও একটি ধারালো রামদা উদ্ধারকরা হয়। সেখানে পড়ে ছিলেন গুলিবিদ্ধ রবিউল। তাকে উজিরপুর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

বিজ্ঞাপন

রবিউলের লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

সারাবাংলা/এসএমএন

বিজ্ঞাপন

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন