বিজ্ঞাপন

ভোলায় ১১০ কেজি হরিণের মাংসসহ হোটেল কর্মচারী আটক

November 14, 2018 | 5:20 pm

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ভোলা: ভোলার বোরহানউদ্দিনে ১১০ কেজি হরিণের মাংস ও একটি চামড়াসহ ঝন্টু চন্দ্র দাস (২৭) নামে এক হোটেল কর্মচারীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের উদয়পুর রাস্তার মাথা থেকে তাকে আটক করা হয়।

আটক ঝন্টু চন্দ্র দাস ভোলা পৌরসভা ৫নং ওয়ার্ডের অমল চন্দ্র দাসের ছেলে। সে ভোলা শহরের হোটেল আলাউদ্দিনে কাজ করত।

বিজ্ঞাপন

বোরহানউদ্দিন থানার এসআই জ্ঞান কুমার সারাবাংলাকে জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ভোলা চরফ্যাশন মহাসড়কের উদয়পুর রাস্তার মাথায় অভিযান চালায়। অভিযানে হোটেল আলাউদ্দিনের কর্মচারী ঝন্টু দাসকে হরিণের চামড়া ও মাংসসহ আটক করা হয়। তবে ওই হোটেলের মালিক আলাউদ্দিন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।

পরে ঝন্টুকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হলে সে পুলিশকে জানায়, আটক করা মাংস ও চামড়া হোটেল মালিক আলাউদ্দিনের।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে একটি মামলা দায়ের করা হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএস/এমআই

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন