বিজ্ঞাপন

ডেভিড হুকনির চিত্রকর্ম সাড়ে ৭শ কোটি টাকায় বিক্রি

November 16, 2018 | 8:43 pm

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

বিজ্ঞাপন

ব্রিটিশ চিত্রকর ডেভিড হুকনির একটি চিত্রকর্ম রেকর্ড পরিমাণ অর্থে বিক্রি হয়েছে। নিউ ইয়র্কের ক্রিস্টিতে ‘প্রোট্রেট অব অ্যান আর্টিস্ট’ নামে ছবিটি নিলামে বিক্রি হয় ৯ কোটি ডলারে। যা বাংলাদেশি অর্থমূল্যে দাঁড়ায় ৭শ ৫৪ কোটি টাকারও বেশি।

জীবিত কোন শিল্পীর বিক্রিত ছবির ক্ষেত্রে এটি নতুন রেকর্ড! কমিশন ও অন্যান্য খরচ মিলিয়ে শিল্পকর্মটি পেতে ক্রেতাকে ৯ কোটি ৩০ লাখ মার্কিন ডলার গুনতে হবে। তবে ক্রেতার নাম প্রকাশ করেনি ক্রিস্টি।

আরও পড়ুন: প্যারিসের পথে মিললো সিংহের বাচ্চা!

বিজ্ঞাপন

আগের রেকর্ডটি ছিলো যুক্তরাষ্ট্রের শিল্পী জেফ কুনসের। তার ‘স্টেইনলেস স্টিল বেলুন ডগ (অরেঞ্জ)’ চিত্রকর্মটি বিক্রি হয়েছিল ৫ কোটি ৮০ লাখ ডলারে।

ডেভিড হুকনি তার এই অনন্য চিত্রকর্মটি এঁকেছিলেন ১৯৭২ সালে। এটি প্রথম প্রদর্শিত হয় নিউ ইয়র্কের আন্দ্রে এমিরেক গ্যালারিতে।

সারাবাংলা/এনএইচ

বিজ্ঞাপন

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন