বিজ্ঞাপন

আরামবাগের স্বস্তি, রহমতগঞ্জের অস্বস্তি

January 8, 2018 | 11:03 pm

স্টাফ করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের (বিপিএল) চূড়ান্ত পর্বের এক ম্যাচ বাকী থাকতে ক্লাবগুলোর মধ্যে টেবিলে উপরে ওঠার লড়াই আর থাকছে রেলিগেশন এড়ানোর প্রতিযোগিতা। সেই হিসেব মাথায় রেখে টিম বিজেএমসির বিপক্ষে জয় নিয়ে কিছুটা স্বস্তিতে আরামবাগ।

অন্যদিকে রহমতগঞ্জও আছে একটু অস্বস্তিতে। রেলিগেশন এড়াতে জয় জরুরি ছিল পুরান ঢাকার ক্লাবটির। শেখ রাসেলের বিপক্ষে ড্র করে কিছুটা অস্বস্তিতে আছে কামাল বাবুর শীষ্যরা।

দিনের প্রথম ম্যাচে আজ সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেখ রাসেলের বিপক্ষে ড্র করেছে রহমতগঞ্জ। কোনও দলই গোলের মুখ দেখেনি।

বিজ্ঞাপন

পরের ম্যাচে ৮ ম্যাচ শেষে জয়ের মুখ দেখেছে মারুফুল হকের আরামবাগ। টিম বিজেএমসিকে হারিয়েছে ১-০ গোলের ব্যবধানে।

৮৩ মিনিটে সুমন আলীর পাস থেকে বল জালে জড়িয়ে জয় নিশ্চিত করেছেন আরিফ।

এ জয়ে ২০ পয়েন্ট নিয়ে স্বস্তিতে আছে আরামবাগ। রেলিগেশন এড়িয়েছে তারা। ১৫ পয়েন্ট নিয়ে ১১ নম্বর অবস্থানে রেলিগেশন আতঙ্কের জোনে রহমতগঞ্জ। প্রত্যেক দলের একটি করে ম্যাচ বাকী আছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেএইচ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন