বিজ্ঞাপন

মাদক মামলার ৮ বছর পর একজনের যাবজ্জীবন দণ্ড ঘোষণা

November 26, 2018 | 4:18 pm

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

সুনামগঞ্জ: সুনামগঞ্জে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাহের মিয়া নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সেইসঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ রায় ঘোষণা করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি তাহির মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার ফরমানপুর গ্রামের বাসিন্দা।

বিজ্ঞাপন

মামলার এজাহার থেকে জানা গেছে, ২০১০ সালের ১৩ জুলাই সুনামগঞ্জ শহরের একটি রেস্টুরেন্ট থেকে প্রায় ২০ লাখ টাকা দামের ২০০ গ্রাম হেরোইনসহ কয়েকজনকে গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) – ৯ এর একটি দল। সেদিনই র‌্যাব বাদী হয়ে গ্রেফতার চারজনকে আসামি করে সুনামগঞ্জ সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯৯০ সালের ১৯ টেবিল ১ (খ) ধারায় একটি মামলা করে।

দীর্ঘ শুনানির পর এ রায় দেন আদালত। তবে আসামি তাহের মিয়া পলাতক। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অন্য তিন আসামি আব্দুল কুদ্দুস, ইউনুছ মিয়া ও মো. আব্দুল্লাহকে মামলা থেকে অব্যহতি দেয়া হয়।

শুনানিতে আসামি পক্ষের আইনজীবী হিসেবে ছিলেন অ্যাডভোকেট হুমাইয়ুন মঞ্জুর চৌধুরী এবং রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট সুহেল আহমদ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএমএন

 

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন