বিজ্ঞাপন

মি টু নিয়ে হলিউডে তৈরি হচ্ছে ‘স্পাইডার উওম্যান’

November 28, 2018 | 2:53 pm

রোকেয়া সরণি ডেস্ক।।

বিজ্ঞাপন

সাম্প্রতিক সময়ের তুমুল আলোচিত হ্যাশট্যাগ মিটু নিয়ে তৈরি হতে যাচ্ছে সিনেমা। মিটু নিয়ে এই চলচ্চিত্র নির্মাণ করবে হলিউডের সনি পিকচার্স। চলচ্চিত্রের নাম দেওয়া হয়েছে ‘স্পাইডার উওম্যান ’। শিগগিরই এটি নির্মাণের কাজ শুরু হবে।

নারী নির্যাতনের বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন দেশে গড়ে উঠেছে মি টু আন্দোলন। এই আন্দোলন নারীর সাহসীকতার পরিচয় দিয়েছে। মি টু আন্দোলনে উদ্বুদ্ধ হয়ে অনেকেই এখন তথ্যচিত্র, নাটক, সিনেমা সহ নানা ধরনের সৃষ্টিশীল কাজের পরিকল্পনা করছেন।

স্পাইডার উওম্যান চলচ্চিত্রে বিগত তিন দশকের নারীদের সংগ্রাম, বলিষ্ঠতা আর সাহসিকতার কথা তুলে ধরা হবে। চলচ্চিত্রটি ‘স্পাইডার ম্যান’ এর মতোই সিরিজ আকারে বের করার পরিকল্পনা হচ্ছে। এর চরিত্রগুলো হবে মার্ভেল কমিকস থেকে প্রকাশিত কমিকস বই ‘স্পাইডার ভার্স’ ও ‘স্পাইডার গ্যেন’ এর আদলে।

বিজ্ঞাপন

আমেরিকান চলচ্চিত্র প্রযোজক অ্যামাই প্যাসকেল চলচ্চিত্রটি প্রযোজনা করবেন। আর পরিচালক হিসেবে থাকবেন জোয়াকুইম ডস সান্তোষ। তাছাড়া চলচ্চিত্রের অন্যান্য কাজে যুক্ত থাকবেন অভি আরাদ, ফিল লর্ড ও ক্রিসটোফার মিলার।

সারাবাংলা/টিসি/এসএস

বিজ্ঞাপন

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন